আগামী ৪ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরী ও জেলা শাখার উদ্যোগে বিশাল জনসভা বাস্তবায়নের লক্ষ্যে আজ বুধবার (২৫ জুন) বিকেল চারটায় রংপুর জিলা স্কুল মাঠ পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর দিনাজপুর-অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিমের নেতৃত্বে কেন্দ্রীয় ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
এসময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক রংপুর মহানগর আমীর অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আব্দুল হাকিম, টিম সদস্য আব্দুর রশিদ, রংপুর মহানগরী আমীর উপাধ্যক্ষ এটিএম আযম খান, রংপুর জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী, নীলফামারী জেলা আমীর মাওলানা আব্দুস সাত্তার, দিনাজপুর জেলা আমীর আনিসুর রহমান, গাইবান্ধা জেলা আমীর আব্দুল করিম, লালমনিরহাট জেলা আমীর এড. আবু তাহের, ছাত্রশিবির মহানগর সভাপতি ছাত্রনেতা নুরুল হুদা, জেলা সভাপতি ফিরোজ মাহমুদ, বিভাগীয় দায়িত্বশীলগন সহ স্থানীয় জেলা ও মহানগরীর নেতৃবৃন্দ।
মাঠ পরিদর্শন শেষে, জনসভা বাস্তবায়ন কমিটির সদস্যদের নিয়ে জামায়াতের জেলা ও মহানগরী দলীয় কার্যালয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম।
এ সময় সভায় সভাপতিত্ব করেন, সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক রংপুর মহানগরী আমীর উপাধ্যক্ষ এটিএম আযম খান। জেলা আমীর অধ্যাপক গোলাম রাব্বানীর পরিচালনায় বর্ধিত সভায়, নীলফামারী , লালমনিরহাট, দিনাজপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার, জেলা আমীরগন এবং মহানগর ও জেলার ছাত্রশিবিরের সভাপতি সহ বিভাগীয় দায়িত্বশীকগন উপস্থিত ছিলেন।