রাজনীতি
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌর ও সদর উপজেলা শাখার আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) জেলা শহরের এক অভিজাত হোটেলে

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌর ও সদর উপজেলা শাখার আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ মার্চ) জেলা শহরের এক অভিজাত হোটেলে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ইফতারের আগে রমজান মাসের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ পৌর আমীর হাফেজ মাওলানা গোলাম রাব্বানীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ নজরুল ইসলাম।
সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর মাওলানা আবুজার গিফারী, সহ-সেক্রেটারি ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান, আলোকিত গৌড়ের প্রকাশক অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী প্রমুখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, সিটি প্রেসক্লাব, চাঁপাইনবাবগঞ্জের সভাপতি কামাল সুকরানা, টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশন জেলার সভাপতি রফিকুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াত নেতা মোঃ নজরুল ইসলাম বলেন, দেশ ও সমাজের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। তবে সেই ভূমিকা সত্য, ন্যায় ও জনগণের কল্যাণে হওয়া উচিত। অতীতে অপসাংবাদিকতার কারণে দেশের জনগণ ক্ষতিগ্রস্থ হয়েছে। তাই সাংবাদিকদের নির্ভীকভাবে সত্য ও কল্যাণমূলক সংবাদ পরিবেশন করতে হবে। সেইসাথে চাঁপাইনবাবগঞ্জ জেলার যেগুলোর সমস্যা রয়েছে তা তুলে ধরতে হবে।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মাহফিল এবং মোনাজাত করা হয়।