কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনে নির্বাচনী তৎপরতা ক্রমেই জোরদার হচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আতাউর রহমান সরকার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আতাউর রহমান সরকার বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পরও অন্যান্য রাজনৈতিক দলের অনেক নির্বাচনী অফিস কার্যক্রম চালু রেখেছে, যা স্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল। এ বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন হিসেবে পরিচিত। বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন তৎপরতায় নির্বাচনী মাঠ দিন দিন আরও জমে উঠছে।