লন্ডন থেকে তৌহিদুল করিম মুজাহিদ : লন্ডনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক সংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকায় অবস্থিত হায়াত প্লেস লন্ডন সিটি ইস্ট হোটেলে এ সংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদিক সম্মেলনে দলীয় কার্যক্রম, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন নিয়ে বিস্তারিত বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং মানবাধিকার প্রতিষ্ঠা ছাড়া দেশের স্থিতিশীলতা সম্ভব নয়। তিনি আরও বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ।
সংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা এবং যুক্তরাজ্যে জামায়াতে ইসলামীর প্রতিনিধি ও সেভ বাংলাদেশ-এর চেয়ারম্যান ব্যারিস্টার নজরুল ইসলাম, ব্যারিস্টার মাহবুব সালেহী প্রমুখ নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের উপস্থিতি এই সংবাদিক সম্মেলনকে প্রাণবন্ত করেছে। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডা. শফিকুর রহমান এবং তিনি বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতের অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। নির্বাচনের আগে গণভোট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জামায়াত আমীর দৃঢ়তার সাথে বলেন, জাতীয় নির্বাচনের আগেই গণভোট হতে হবে, গণভোট ছাড়া কোনোভাবেই জাতীয় নির্বাচন সম্ভব নয়। প্রবাসী ভোটার রেজিস্ট্রেশনের সময়সীমা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় নির্বাচন খুব সন্নিকটে, ফেব্রুয়ারিতে নির্বাচন যেটা সময় নির্ধারণ করা আছে যদিও সময়ের খুবই সংক্ষিপ্ত তারপরও আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলব কমপক্ষে ১৫ দিন সময় বাড়ানো যায় কিনা সেই বিষয় নিয়ে আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত থাকবে।