টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : মুন্সীগঞ্জ-২ আসনের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে গত শুক্রবার এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করীম। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ফজলুল করীম বলেন, “চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার অবসান ঘটাতে আমি অঙ্গীকারবদ্ধ। আপনারা আমাকে দায়িত্ব দিলে এই চর অঞ্চলের মানুষের জন্য আধুনিক যোগাযোগব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান সম্প্রসারণ এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব। বন্যা ও নদীভাঙন মোকাবিলায় স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলে নিরাপদ আবাস নিশ্চিত করা হবে। ইনশাল্লাহ!

তিনি আরও বলেন, “চরাঞ্চলের কৃষি, মৎস্য ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ সহায়তা প্যাকেজ চালু করা হবে। নিরাপদ পানি, বিদ্যুৎ সুবিধা ও কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ চর অঞ্চল গড়ে তোলা হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মুন্সীগঞ্জ জেলার সহ-সভাপতি মাওলানা আব্দুল বারী, টঙ্গীবাড়ী উপজেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, বায়তুলমাল সম্পাদক শহিদুল ইসলাম, হাসাইল ইউনিয়নের সেক্রেটারি গোলাম আযমসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।