জুবায়ের হোসেন, নাটোর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কোন দিন তারিখ ঠিক না হলেও নাটোর-১ সংসদীয় আসনে জামায়াত, বিএনপি ও অন্যান্ন দলের সম্ভাব্য প্রার্থীরা প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা আগাম প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন। এই আসনে তিন লাখ ৪৯হাজার ৩৬৯জন ভোটার। লালপুর ও বাগাতিপাড়া দুটি উপজেলার ১৫টি ইউনিয়ন ও দুটি পৌরসভা নিয়ে এই সংসদীয় আসন গঠিত। প্রায় প্রতিদিনই সম্ভাব্য প্রার্থীর নির্বাচনী এলাকার কোন না কোন ইউনিয়ন ও ওয়ার্ডে বিভিন্ন সভা সমাবেশে অংশ নিচ্ছেন। যাচ্ছেন দলীয় নেতাকর্মীদের পারিবারিক নানা অনুষ্ঠানেও। পাশাপাশি ইসলামী জালসাসহ বিভিন্ন ধর্মীয় সামাজিক অনুষ্ঠানেও যোগ দিচ্ছেন। গত বছরের ৫ আগস্ট পটপরিবর্তনের পর থেকে সারাদেশের মতো এখানেও আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এলাকা ছাড়া। জাতীয় পাটিরও তেমন কোন তৎপরতা দেখা যাচ্ছে না। নাটোর-০১ আসনে বরাবরই আওয়ামী লীগের চাইতে জামায়াতে ইসলামী ও বিএনপি বেশি শক্তিশালী।

বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে এখানে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে দলের লালপুর উপজেলা আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, পাইকপাড়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আবুল কালাম আজাদকে। মাওলানা আবুল কালাম আজাদ নির্বাচনী এলাকার প্রতিটি পাড়া মহল্লায় সভা সমাবেশ করে প্রচারণা চালাচ্ছেন। তিনি বিজয়ী হলে তার এলাকার কোন মানুষ আর বঞ্চিত বা বৈষ্যমের শিকার হবেন না বলে সভা গুলোতে প্রচার করছেন। ইতোমধ্যে তিনি জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানকে তার এলাকায় এনে একাধিক সভা সমাবেশ করে নেতাকর্মীদের মাঠে সক্রিয় করেছেন। একক প্রার্থী হওয়ায় ভালো অবস্থানে রয়েছেন জামায়াত। বাগাতিপাড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা একে এম আফজাল হোসেন বলেন, দলের জন্য আবুল কালামের অনেক অবদান রয়েছে। তিনি দলের দায়িত্বপালন করতে গিয়ে অনেক জেল জুলুমের শিকার হয়েছেন। এবার দল তাকে মনোনয়ন দিয়েছে এই আসনে জামায়াতের বিজয় শতভাগ নিশ্চিত।

জেলার প্রথম প্রতিমন্ত্রী বিএনপি নেতা ফজলুর রহমান পটলের এই আসনের এমপি ছিলেন। বিএনপির মনোনয়ন পটল পরিবারে রাখতে পটলে মেয়ে অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক পরামর্শ কমিটির বিশেষ সহকারী ও বিএনপির মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দলীয় মনোনয়ন চেয়েছেন। অন্যদিকে পটলের ছেলে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ডাঃ ইয়াসির আরশাদ রাজন প্রথমদিকে আলাদা প্রচার-প্রচারণা চালালেও তারেক রহমানের হস্তক্ষেপে এখন একসঙ্গেই প্রচার প্রচারণা চালাচ্ছেন দুই ভাই বোন। তাদের মধ্যে দল যাকে মনোনয়ন দিবে দুজনেরই তা মেনে নিবেন বলে জানিয়েছেন। এদিকে দলের অন্য মেরুতে বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুকেও প্রচার প্রচারণায় দেখা যাচ্ছে। অন্যদিকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তরিকুল ইসলাম টিটু মনোনয়ন প্রত্যাশী দাবি করলেও মাঠে তেমন কোন প্রচার-প্রচারণায় দেখা যাচ্ছে না। প্রার্থীদের মধ্যেও রয়েছে যেমন মেরুকরণ তেমনি ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয়ে নিজের অবস্থান জানিয়ে লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সিদ্দিকুর রহমান মিষ্টু ও গোপালপুর পৌর বিএনপির আহবায়ক সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম সংগ্রামকে বলেছেন, ফারজানা শারমিন পুতুল তরুন, পরিশ্রমী ও চৌকস নেতা। তাকে মনোনয়ন দিলে শত প্রতিকুলতায়ও দলের বিজয় নিশ্চিত হবে। তাই তারা পুতুলকেই প্রার্থী হিসেবে দেখতে চান। গোপালপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম আলী ও উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার পারুল বলেন সে একজন সৎ মানুষ। সাবেক প্রতিমন্ত্রীর মৃত্যুর পর থেকে বিএনপির রাজনীতির হাল ধরছে ডাঃ রাজন। দলীয় মনোনয়ন তিনি পাবেন। এদিকে আওয়ামী লীগের শেষ সময়ে বাগাতিপাড়া পৌরসভা নির্বাচনে বিজয়ী মেয়র (বর্তমান সরকারের বাতিল করা) বিএনপি নেতা অধ্যক্ষ এ কে এম শরিফুল ইসলাম লেলিন বলেছেন, তারা আশা করেন এবার দলের ত্যাগী নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও দীর্ঘদিন থেকে বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকারী তাইফুল ইসলাম টিপুকে দল এবার মূল্যায়ণ করবে। দলের জন্য টিপুর অনেক অবদান রয়েছে। এবার দল তাকে মনোনয়ন দিলে এই আসনে বিএনপির বিজয় শতভাগ নিশ্চিত। এবি পার্টি আমার বাংলাদেশ পার্টির মনোনয়ন চেয়েছেন দলের কেন্দ্রীয় ব্যাংকিং ও বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক ও নাটোর জেলা কমিটির সদস্য সচিব এ এস এম মোকাররেবুর রহমান নাসিম। তিনিও প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষক কর্মচারীদের মাঝে মতবিনিময় করে শিক্ষকদের সহযোগিতা কামনা করছেন এছাড়াও এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

মওলানা আবুল কালাম আজাদ সংগ্রামকে বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীতে নির্বাচিত হতে পারে লালপুর-বাগাতিপাড়ার সাধারণ মানুষের পাশে দাঁড়াবে, একই সঙ্গে এলাকার সকল ধরণের দূর্নীতি, সন্ত্রাস চাঁদাবাজ, মাদক ব্যাবসায়ীদের দূর করে বলিষ্ঠ পদক্ষে গ্রহণ করবে এবং একটি সুন্দর সমাজ গঠন করব। আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন ছাড়া দেশ থেকে চাঁদাবাজ দূর হবে না। বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা এবং খরা মৌসুমে নির্বিঘনে কৃষি কাজ ও ফসল উৎপাদনের জন্য পানির ব্যবস্থা করব পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারপূর্বক লালপুর এবং বাগাতিপাড়া কে একটি নিরাপদ নগর হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল সংগ্রামকে বলেছেন, ৩১ দফা বাস্তবায়নের পাশাপাশি বিগত ১৭ বছর লালপুর বাগাতিপাড়া উপজেলা মানুষের ভাগ্যের কোন উন্নয়ন ঘটেনি। তাদের ভাগ্যের উন্নয়নের ব্যবস্থা করব, রাস্তাঘাট, চিকিৎসা সেবা, শিক্ষার মান উন্নয়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। এদিকে বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন দীর্ঘদিন লালপুর বাগাতিপাড়া রাজনীতির সাথে যুক্ত আছি। মানুষ দেখেছে আমাকেও চিনে আমি কি করতে পারি আমার সকল বিষয় লালপুর বাগতিপাড়ার মানুষের জানা। যদি আমাকে সুযোগ দেয় তাহলে বিগত দিনেও যেভাবে তাদের পাশে ছিলাম আগামীতেও সেভাবেই পাশে থাকবো ইনশাল্লাহ। আমার বাংলাদেশ পার্টির নাসিম বলেন, আমি নির্বাচিত হলে বেকার দের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং নিরাপত্তার ব্যবস্থা করা হবে, নেই নীতি ও নিষ্ঠার বাস্তবায়ন করা হবে।