বিএনপির শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) একটি প্রতিনিধি দল। যারা বিশ্বজুড়ে গণতন্ত্র ও গণতান্ত্রিক ব্যবস্থার সমর্থনে কাজ করে। গতকাল মঙ্গলবার সাড়ে ১১টায় গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনী প্রক্রিয়া এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে।

বৈঠকে বিএনপি প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।

বৈঠকে আইআরআইয়ের ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থাটির বোর্ড সদস্য ক্রিস্টোফার ফাসনার এবং মার্কিন প্রেসিডেন্টের উপ-সহকারী ও জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র ডাইরেক্টর লিসা কার্টিস। প্রতিনিধি দলে ছিলেন আইআরআইয়ের সিনিয়র উপদেষ্টা জেসিকা কিগান, আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর (ফিলিপাইন) স্টিভ সিমা, প্রোগ্রাম ডিরেক্টর (এশিয়া প্যাসিফিক) জেমি এস স্পাইকারম্যান, জনবিষয়ক বিশেষজ্ঞ জন ফ্লুহার্টি, প্রোগ্রাম ডিরেক্টর ডারিন এনথোনি বিয়েলেকি, প্রোগ্রাম পরামর্শদাতা অমিতাভ ঘোষ ও পরামর্শদাতা সাইদা মুশরেফা জাহান।

জানা গেছে, বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন, ভোটের সার্বিক পরিবেশসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়। বৈঠকে আইআরআই প্রতিনিধিগণ বাংলাদেশের গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় তাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানানো হয়।