গত রোববার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ’র ওপর দুর্বৃত্তদের বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)।

তারা বলেন, এই ন্যক্কারজনক হামলা কেবল একজন তরুণ নেতার ওপর নয়, বরং গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও বৈষম্য বিরোধী আন্দোলনের ওপর সরাসরি আঘাত। আমরা মনে করি, এর মাধ্যমে সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে।

এফডিইবি দাবি জানায়, হামলায় জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে, হাসনাত আবদুল্লাহর নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করতে হবে।

তারা আরো বলেন, আমরা বিশ্বাস করি, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ কখনো থেমে যায় না। এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে স্বাধীন চিন্তা ও অধিকার আদায়ের আন্দোলন আরও বিপন্ন হবে। প্রেস বিজ্ঞপ্তি