আজ বুধবার নোয়াখালী শহর শাখা জামায়াতে ইসলামীর আয়োজনে ৩৬ জুলাই শহীদ, আহত, পঙ্গুত্ববরণকারীদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ার অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য ও নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার।

বুধবার (০২ জুলাই) সকালে স্থানীয় একাডেমি মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের শাহাদাত কবুল, পঙ্গুত্ববরণ ও আহত লোকদের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ (অব.) ড. আমীন উল্লাহ।

দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারী ডাঃ বোরহান উদ্দিন, শহর সেক্রেটারী মাওলানা মো. মায়াজ, শহর শাখা বাইতুল মাল সেক্রেটারী মাওলানা মো. ইসমাইল, শহর শাখা জয়েন্ট সেক্রেটারী এডভোকেট নিজাম উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।