বেলকুচি (সিরাজগঞ্জ) সাংবাদদাতা: সিরাজগঞ্জে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিহত মেধাবী শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫)।

গত বুধবার সন্ধায়, ঢাকা থেকে সাম্যর লাশবাহী গাড়ি নিজ এলাকায় পৌঁছালে স্বজনদের বুকভাঙা কান্নায় ভারী হয়ে উঠে গ্রামের আকাশ-বাতাস। এ সময়, শোকে মুর্ছা যাওয়া সাম্যর বাবা ও পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান স্থানীয় জামায়াত ও বিএনপি নেতৃবৃন্দ। রাত সোয়া ১০টায়, বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সরাতৈল গ্রামে সরাতৈল মাদরাসা মাঠে সাম্যর জানাযার নামায অনুষ্ঠিত হয়। পরে নিজ গ্রামের জান্নাতুল বাকি কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। জানাযা পূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার, জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, বেলকুচি উপজেলা জামায়াতের আমীর আরিফুল ইসলাম সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজসহ বিএনপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ। এদিকে, বেলকুচির কৃতিসন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের মেধাবী ছাত্র, স্যার এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহারিয়ার আলম সাম্য সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করে দ্রুত ঘটনা ও হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল ও সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলাম।

নেতৃবৃন্দ যৌথ বিবৃতিতে এই ঘটনাকে অত্যান্ত দুঃখজনক বলে উল্লেখ করে, বর্বরোচিত এই হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত খুঁজে বের করে গ্রেফতার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নেতৃবৃন্দ,সাম্যের বাবা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য,শাহারিয়ার আলম সাম্য সিরাজগঞ্জ জেলাস্থ বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের, সড়াতৈল গ্রামের ফরহাদ সরদারের ছোট ছেলে। গত মঙ্গলবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে মোটরসাইকেল সংঘর্ষের জেরে অপর একটি মোটরসাইকেলের আরোহীর সঙ্গে সাম্যের কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দুর্বৃত্ত ও সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে সাম্যকে আঘাত করে পালিয়ে যায়। ঘটনার পর,রাত ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাম্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।