বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর বাউফলে ১০ প্রশিক্ষিত ও দরিদ্র নারীর মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বাউফল উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এ সেলাই মেশিন প্রদান করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণে সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ প্রধান অতিথি উপস্থিত থেকে এ সেলাই মেশিন প্রদান করেন।
সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. ইসাহাক উল্লেখ, বাউফল উন্নয়ন ফোরামের মাধ্যমে এ পর্যন্ত ১ হাজারের অধিক নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। এ সেলাই মেশিন দিয়ে ওই সকল নারীরা এখন স্বাবলম্বী হয়েছেন।