চট্টগ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ফাতেমা খানম লিজা রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। শুক্রবার রাতে নিজের ফেসবুক লাইভে আবেগময় এক বার্তায় তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

লাইভে লিজা বলেন, আমার পক্ষে আর রাজনীতি চালিয়ে যাওয়া সম্ভব নয়। মেয়েদের নিয়ে চট্টগ্রামে যে ধরনের কুৎসা ও ব্যক্তিগত আক্রমণ চলে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এসব আমাদেরই পরিচিত মহল থেকে ছড়ানো হয়।

তিনি অভিযোগ করেন, নারী নেতৃত্বকে হেয় করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে, যার ফলে একসময় রাজনীতিতে সক্রিয় থাকা অনেক নারী আজ আর মাঠে নেই। নিজেকেও তিনি এমন ‘টার্গেটেড প্রচারণার’ শিকার বলে দাবি করেন।

আমার ব্যক্তিগত চরিত্র নিয়ে বাজে কথাবার্তা, উদ্দেশ্যপ্রণোদিত গুজব—সবই শুধু আমাকে মাইনাস করতেই,— বলেন লিজা। তিনি সিনিয়র নেতাদের উদ্দেশে আহ্বান জানান, আপনারা যারা বড় ভাই, যাদের কথা শুনে সবাই চলে, দয়া করে মেয়েদের নিয়ে এই অপচেষ্টা বন্ধ করুন।

নিজের সরে দাঁড়ানোর ব্যাখ্যায় লিজা আরও বলেন, “চট্টগ্রামের রাজনীতি এখন কিছু মানুষের ব্যক্তিস্বার্থের জায়গায় বন্দী হয়ে পড়েছে। আন্দোলনে যারা সামনের সারিতে ছিলেন, আজ তারা নিখোঁজ।”

তিনি উল্লেখ করেন, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে কেউ কেউ একের পর এক কোরাম তৈরি করছেন। এতে আন্দোলনের জায়গাগুলো আর নিরাপদ থাকছে না।

লাইভ জুড়ে লিজার কণ্ঠে ছিল হতাশা, ক্ষোভ এবং প্রত্যয়। তিনি বলেন, আমার পক্ষে আর সম্ভব নয় এই পরিবেশে টিকে থাকা। আমি বিদায় নিচ্ছি।

লিজার এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ তার সাহসিকতাকে স্বাগত জানিয়েছেন, আবার অনেকে বিষয়টিকে সমালোচনার চোখে দেখছেন।