বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) থেকে অব্যাহতি পাওয়ার পর প্রথমবারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশ করেছেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক আব্দুল কাদের।

সোমবার (৩ নভেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি একটি স্ট্যাটাস দেন।

সেখানে কাদের লিখেছেন, “সহযোদ্ধারা, আমরা ছিলাম, আছি, থাকব। নিজেদের প্রমাণ করার দায় আমাদেরই। ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সহায় হবেন।”

তার এই পোস্টে অনেকেই শুভকামনা জানিয়েছেন।

ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা মন্তব্য করেন, “রাজনৈতিক মতভেদ থাকলেও জুলাই আন্দোলনে আপনার ভূমিকার জন্য আপনাকে স্মরণ করা হবে।”

এ ছাড়া সৈয়দ ইব্রাহীম খলিল নামে একজনও কাদেরের উক্ত বক্তব্য উদ্ধৃত করে সমর্থন জানিয়েছেন।

প্রসঙ্গত, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ (বাগছাস) গঠন করে। তবে ডাকসু ও জাকসু নির্বাচনে ব্যর্থতার পর সংগঠনটির কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়।

পরে ২৩ অক্টোবর শাহবাগের আবু সাঈদ কনভেনশন সেন্টারে আয়োজিত সম্মেলনে ‘জাতীয় ছাত্রশক্তি’ নামে নতুন প্ল্যাটফর্ম ঘোষণা করা হয়। সেই নতুন কমিটিতে আব্দুল কাদেরের নাম রাখা হয়নি।