দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসতেই নির্বাচনী হাওয়া বইছে। এ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী দাউদকান্দি উপজেলার আমীর জনাব মনিরুজ্জামান বাহালুল প্রতিদিন পুরোদমে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি গোয়ালমারী বাজারে গণসংযোগকালে তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন এবং জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট চান।
মনিরুজ্জামান বাহালুল ভোটারদের উদ্দেশ্যে বলেন, “বিগত দিনে সবাইকে ভোট দিয়ে দেখেছেন। কিন্তু উন্নয়ন ও কল্যাণ আসেনি। আমি আপনাদের কাছে আবেদন করছি- একবার আমাদের ভোট দিয়ে দেখুন। এবার আমাদের একটি সুযোগ দিন। ইনশাআল্লাহ, দাউদকান্দি-তিতাসের মানুষের সেবা করে দেখাবো।”
গণসংযোগ চলাকালে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। তরুণ থেকে প্রবীণ সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন তার নির্বাচনী প্রচারণায়।
মনিরুজ্জামান বাহালুল আশাবাদ ব্যক্ত করে বলেন,“আগামী নির্বাচনে কুমিল্লা-১ আসনে জামায়াত ইনশাআল্লাহ বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী হবে।”