রাজধানীর আগারগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। গতকাল শনিবার বেলা সাড়ে ৩টার দিকে বেতার ভবনের সামনে থেকে আগারগাঁও মেট্রোরেল স্টেশন পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিল থেকে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। মিছিলের আশপাশে থাকা একজন পুলিশ সদস্য বলেন, “বেতার ভবনের সামনে থেকে জড়ো হয়ে কয়েকশ লোক স্লোগান দিতে দিতে আগারগাঁও মেট্রোরেলের দিকে চলে গেছে। আরেকজন প্রত্যক্ষদর্শী বলেন, মিছিলে অংশগ্রহণকারীরা ‘শেখ হাসিনা, শেখ হাসিনা, জয় বাংলা’; ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাঁসবে’; ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’; ‘হাঠাও ইউনূস, বাঁচাও দেশ’ ইত্যাদি স্লোগান দিয়ে চলে গেছে। শের-ই-বাংলা নগর থানার ওসি মো. ইমাউল হক বলেন, মিছিল করার সময় দুজনকে আটক করা হয়েছে। ছাত্রজনতার গণঅভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ২০২৪ সালের ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিন দিন পর ৮ অগাস্ট গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। এরপর একে একে গ্রেপ্তার হতে থাকেন পতিত আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা। আওয়ামী লীগের সঙ্গে জোটে থাকা অন্যদলগুলোর কয়েকজন নেতাকেও গ্রেপ্তার করা হয়। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের অধিকাংশই রয়েছেন আত্মগোপনে। ফলে নিয়মিত রাজনৈতিক কর্মসূচিতেও তারা নেই।