নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে পতিত ফেসিস্ট শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।
বুধবার (৫ ফেব্রুয়ারী) রাত ৯ টার দিকে ভোলা প্রেসক্লাবের বিভিন্ন এলাকা থেকে জড়ো হতে শুরু করে। পরে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বাংলা স্কুল মোড় হয়ে কালীনাথ রায়ের বাজার গিয়ে শেষ হয়।
এসময় ফ্যাসিবাদ বিরোধী নানা স্লোগান দেয় বিক্ষোভকারীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমিন, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত শাকিল, পৌর ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া মঞ্জু , ভোলা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরাফাত ইসলাম ইফতি, তানভির হোসেন শুভ, ছাত্র অধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক আরিয়ান আরমান, দপ্তর সম্পাদক রাহাত জেলা গণধিকার পরিষদের জাবেদ মাহমুদ ফিরোজ, কওমি ছাত্র ঐক্য পরিষদের জেলার সিনিয়র সহ-সভাপতি বেলাল মাহামুদ, প্রচার সম্পাদক আশিক মাদানী, সেচ্ছাসেবক দলের নেতা মো. এছহাক ফরাজি প্রমুখ।