চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, জনগণের দীর্ঘদিনের অধিকার ও আকাক্সক্ষার প্রতিফলন ঘটিয়ে জুলাই সনদকে একটি কার্যকর রূপ দিতে হবে। এ সনদ যেন কেবল রাজনৈতিক দলগুলোর কাগজে চুক্তি না হয়ে, জনগণের জনআকাক্সক্ষার প্রতিচ্ছবি হয় তা নিশ্চিত করতে হবে।

গত শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের চট্টগ্রামে অবস্থানরত প্রবাসী জনগণকে নিয়ে আয়োজিত এক মতবিনিময় ও প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মুহাম্মদ শাহজাহান বলেন, এই দেশ ১৮ কোটি মানুষের দেশ। এই ১৮ কোটি মানুষের অধিকার, ভোটের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও আইনের শাসন ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য। বুড়িচং-ব্রাহ্মণপাড়ার জনগণ দীর্ঘদিন ধরে নানা বৈষম্যের শিকার হয়েছে। সময় এসেছে — ঐক্যবদ্ধভাবে এসব বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবার। তাই আগামী জাতীয় নির্বাচনে ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কাকে বিজয় করে ইনসাফের ভিত্তিতে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার উদাত্ত আহ্বান জানান।

কুমিল্লা ৫ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী এডভোকেট ড. মোবারক হোসাইন এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য চট্টগ্রাম ১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মো: নজরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আবদুল মতিন, অধ্যাপক ড. বি এম মফিজুর রহমান আজহারী। অধ্যাপক আলমগীর সরকার প্রমুখ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বলেছেন, নারীর অধিকার আদায়ে সৎ, সাহসী ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। ইসলামী আদর্শই নারী সমাজকে প্রকৃত মর্যাদা ও সম্মান দিতে সক্ষম।

গত শনিবার চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন ২৭ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর মুহাম্মদ মুজিবুর রহমান। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ শফিউল আলম, ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম, সদরঘাট থানা জামায়াতে আমীর ও চট্টগ্রাম ১১ আসনের সদস্য সচিব এম এ গফুর, ওয়ার্ড জামায়াতে সেক্রেটারি হায়দার আলী, ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মুজিবুর রহমান প্রমুখ।

তিনি বলেন, বর্তমান সমাজে নারীরা একদিকে যেমন শোষণের শিকার, অন্যদিকে তাদের নৈতিক অবক্ষয়ের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য প্রয়োজন ইসলামী সমাজ ব্যবস্থার পূর্ণ বাস্তবায়ন এবং আদর্শবান নেতৃত্বের উত্থান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, মহিলা সংগঠনের দায়িত্বশীলাবৃন্দ ও সাধারণ সদস্যরা।

রাঙ্গুনিয়া-কাপ্তাই : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মনোনীত প্রার্থী পরিবর্তন করেছে। পূর্বের ঘোষিত জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী অধ্যক্ষ আমিরুজ্জামান এর স্থলে ডা. এ টি এম রেজাউল করিমের নাম ঘোষণা করা হয়েছে। গত শনিবার বিকালে রাঙ্গুনিয়া পৌরসভা অডিটোরিয়ামে জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) এর তৃণমূল নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এই ঘোষণা দেন দলের কেন্দ্রীয় এসিসট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।

জামালপুর : বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা বলেন, প্রত্যেক ভোটারের মূল্যায়ন নিশ্চিত করতে পিআর পদ্ধতির বিকল্প নেই। শনিবার সকালে জামালপুর জেলা শিল্পকলা একাডেমিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশ নেন রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, শিক্ষক, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এতে বক্তারা বলেন, পিআর পদ্ধতিতে ভোটের মাধ্যমে স্থানীয়ভাবে রাজনীতিতে পেশীশক্তির ব্যবহার, রাজনৈতিক দূর্বৃত্তায়ন, কালো টাকার প্রভাব কমে যাবে। এছাড়া এ পদ্ধতিতে প্রত্যেক ভোটের প্রতিফলন সংসদে সঠিকভাবে ঘটে। একজন ভোটার যখন ভোট দেন, তিনি আশা করেন, তার মত বা আদর্শের প্রতিনিধিত্ব সংসদে থাকবে। কিন্তু বর্তমানে প্রচলিত পদ্ধতিতে এর প্রতিফলন নেই । যিনি শুধু সবচেয়ে বেশি ভোট পান, তিনিই জয়ী হন। যদি একটি নির্বাচনী এলাকায় কোনো প্রার্থী ৪০ শতাংশ ভোট পান এবং বাকি ৬০ ভাগ ভোট অন্যদের মধ্যে বিভক্ত থাকে, তবু তিনিই নির্বাচিত হন। এর মানে হচ্ছে, ৬০ শতাংশ ভোটারের কোন মুল্য নেই।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও জামালপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার। জামালপুর জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল ও সহকারী সেক্রেটারি অধ্যক্ষ সুলতান মাহমুদ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. মো: ছামিউল হক ফারুকী।

নাঙ্গলকোট (কুমিল্লা) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা জামায়াতের আয়োজনে রুকন সম্মেলন শনিবার সকালে বাঙ্গড্ডা ফাজিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা অঞ্চল টিম সদস্য ও ফেনী জেলা সাবেক আমীর এ কে এম শামসুদ্দিন। প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মোহাম্মদ শাহজাহান।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি খায়রুল ইসলাম।

সোনারগাঁ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল ডক্টর মোঃ ইকবাল হোসাইন ভূঁইয়া মুসলধারে বৃষ্টি উপেক্ষা করে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেন। এসময় তিনি পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও, বটতলা বাজার, শান্তির বাজার, দুধঘাটা ও পাঁচআনি এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। পাশাপাশি ডেঙ্গুতে আক্রান্ত হাসপাতাল গেইট মসজিদের ইমাম মাওলানা আব্দুস সালামকে তার বাসায় দেখতে যান।

অভয়নগর (যশোর) : বাংলাদেশ জামায়াতে ইসলাম অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে নওয়াপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে নওয়াপাড়া ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত অভয়নগর, বাঘারপাড়া ও বসুন্দিয়া অঞ্চলের ৮৮-যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রসুল। সভাপতিত্ব করেন পেশাজীবি সংগঠনের সভাপতি গোলাম মোস্তফা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা আমির সর্দার শরীফ হোসাইন, যশোর জেলা জামায়াতের সহ-সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল গনি সরদার, সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ জালাল হোসেন। এছাড়াও নওয়াপাড়া বাজারের স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি ও অন্যান্য বিশিষ্টজনেরা সভায় বক্তব্য রাখেন।

সিংড়া (নাটোর) : নাটোরের সিংড়ায় জামায়াতে ইসলামীর দিনব্যাপী রোকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াত কার্যালয়ে রোকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

সিংড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আ ব ম আমান উল্লাহ্’র সভাপতিত্বে রোকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান, কর্মপরিষদ সদস্য ও নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর সাইদুর রহমান, মাস্টার আফছার আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক এনতাজ আলী, কর্মপরিষদ সদস্য মাওলানা মো. সেলিম খান প্রমুখ।

লৌহজংয় : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্দ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করিম।

এ সময় তিনি বলেন, বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হলে ইসলামী আদর্শভিত্তিক ন্যায়, সমতা ও মানবিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা অপরিহার্য। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যেই আত্মনিবেদিতভাবে কাজ করছে জন্মলগ্ন থেকে। জামায়াত ইসলাম বিশ্বাস করে আল্লাহভীতির ভিত্তিতে পরিচালিত রাষ্ট্রই পারে দুর্নীতি, বৈষম্য ও অনাচারমুক্ত একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন করতে। তাই বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তরিত করতে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। এ জন্য এবার সকলকে জামায়াতের দাঁড়িপাল্লার পক্ষে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি।

মুন্সীগঞ্জ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ ৩( সদর-গজারিয়া) আসনের মনোনিত প্রর্থী প্রফেসর মো আবু ইউসুফ মুন্সীগঞ্জ সংবাদকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্দ্বা ৬ টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবে সফিউদ্দিন মিলায়তনে এই মত বিনিময় সভায় অনুষ্ঠিত হয়।এ সময় প্রফেসর মো আবু ইউসুফ ছাড়া ও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ পৌরসভার আমির এইচ এম বায়েজীদ, সেক্রেটারি মো উজ্জ্বল হোসেন , সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মো আব্দুল মবিন, প্রেসক্লাবে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো বাছির উদ্দিন জুয়েল, সিনিয়র সহ সভাপতি মো গোলজার হোসেন প্রমুখ।

বাগাতিপাড়া (নাটোর) : জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবিতে নাটোরের বাগাতিপাড়ায় বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে বাগাতিপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী’র উদ্যোগে একটি বিশাল র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুরবাগাতিপাড়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৫ (ছাতক দোয়ারাবাজার) আসনের আওতাধীন দোয়ারাবাজার উপজেলার ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি ও ভোটকেন্দ্র পরিচালকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা: কলারোয়ায় জামায়াতের উদ্যোগে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে কলারোয়া আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কলারোয়া উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক মোঃ শাহজাহান কবীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ প্রভাষক মহিদুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা -১(তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।