গাজীপুর-১ (কালিয়াকৈর ও সদর আংশিক) আসনে বাংলাদেশ লেবার পার্টির আনারস প্রতীকের সংসদ সদস্য প্রার্থী চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী। গত মঙ্গলবার দুপুরে লেবার পার্টির ৮৫/১ নয়া পল্টনের মিডিয়া সেন্টারে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী বাংলাদেশ লেবার পার্টিতে যোগদান শেষে তার হাতে আনারস প্রতীক তুলে দেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। এসময় লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এডভোকেট জোহরা খাতুন, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. হেলাল উদ্দিন চৌধুরী, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনীন সরকার ও দফতর সম্পাদক মো. মিরাজ খান উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।