টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : “সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে যুবসমাজকে মূল ভূমিকা নিতে হবে”- মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করীম।
সম্প্রতি টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের ১নং ওয়ার্ডের উদ্যোগে এক বিশাল উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি হাবিবুল্লাহ তাহজিব এবং সঞ্চালনা করেন সেক্রেটারি শাকিল মোল্লা।
অধ্যাপক এবিএম ফজলুল করীম বলেন, “যুবকদের উদ্যম, সততা ও সাহসই সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে পারে। শিক্ষা, নৈতিকতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধি ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। প্রতিটি অসৎ কাজের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে দাঁড়াতে হবে।” তিনি আরও বলেন, “যুবকদের উদ্যোগ ও নেতৃত্বে সরকারি ও বেসরকারি উভয় খাতেই ইতিবাচক পরিবর্তন আসবে। সততা ও ন্যায়পরায়ণতার আদর্শ ধারণ করলেই দেশের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে।”
উক্ত উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গীবাড়ী উপজেলার আমীর মাওলানা হাবিবুর রহমান, নায়েবে আমীর মাওলানা আব্দুর রহিম, নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি হেমায়েত উদ্দিন, থানা সেক্রেটারি কাজি ইকবাল হোসাইন, যশলং ইউনিয়ন ও ৭নং ওয়ার্ডের নেতৃবৃন্দসহ স্থানীয় জামায়াত কর্মী ও সমর্থকবৃন্দ।