বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, উত্তরের জনপদ চাঁপাইনবাবগঞ্জ জেলা বৈষম্যের শিকার। অন্য জেলার উন্নয়ন হলেও এ জেলার প্রত্যাশিত উন্নয়ন হয়নি। তারা শুধু তাদের এলাকা নিয়ে ব্যস্ত ছিলেন। চার লেনের মহাসড়ক নির্মাণের পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। নানান প্রতিবন্ধকতার অজুহাতে ফাইলবন্দি করে রাখা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌর ও সদর উপজেলা শাখা আয়োজিত জেলা শহরের অভিজাত হোটেলে গত রোববার রাতে চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সোনামসজিদ স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দরে রূপান্তর, রহনপুর রেলবন্দর রূপান্তরে ফাইল চাপা দিয়ে রাখা হয়েছে। অন্য জেলায় মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও এ জেলায় তা হয়নি। এই জেলায় অর্থনৈতিক অঞ্চল করার কথা ছিল, সেটিও হয়নি। এছাড়া পরিকল্পিত নগরায়ন গড়ার কোন পদক্ষেপ নেয়া হয়নি। শহরের রাস্তাগুলো অপ্রশস্ত হওয়ার পাশাপাশি অধিকাংশ রাস্তা ভঙ্গুর হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। আমভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলার ব্যাপারে কোন উদ্যোগ নেয়নি।

তিনি আরো বলেন, গ্যাস সংযোগ আসেনি, এমনকি পোরশা উপজেলাকে এ জেলা থেকে ছিনিয়ে নেয়া হয়েছে। আন্তঃনগর ট্রেন একটা থেকে আর বাড়েনি। সংশ্লিষ্ট বিভাগ চালুর ব্যাপারে কালক্ষেপণ করা হচ্ছে। এককথায় যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, কৃষি ও শিল্পের প্রসার ঘটেনি। এছাড়া আলাতুলি ও নারায়ণপুর ভাঙ্গনরোধে ব্যবস্থা নেয়া হয়নি। প্রায় ৮শ’ বাড়িঘর পদ্মায় বিলীন হয়ে গেছে। এভাবেই এই জেলাকে পেছনে ঠেলে দেওয়া হয়েছে। আজ আমাদের ভাবতে হবে এ জেলার উন্নয়ন নিয়ে। প্রতিহিংসায় এ জেলার উন্নয়ন নিয়ে চলেছে বৈষম্য। এখন পট পরিবর্তনে বঞ্চিত চাঁপাইনবাবগঞ্জবাসী আশায় বুক বাঁধতে শুরু করেছেন। সম্প্রতি এসব বিষয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সাথে কথা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর মাওলানা আবুজার গিফারী, সেক্রেটারী আবু বক্কর সিদ্দিক, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের আমীর হাফেজ মাওলানা গোলাম রাব্বানী, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল আলিম।

কুরবানির গোশত বিতরণ : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের জন্য গরু ও খাসি কুরবানি করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা নূরুল ইসলাম বুলবুল। নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে ঈদের দ্বিতীয় দিনে কুরবানির গোশত বিতরণ করা হয়। গত রোববার সকালে জেলা শহরের শাহ নেয়ামাতুল্লাহ কলেজ অডিটরিয়ামে আন নাসিহা ফাউন্ডেশনের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আগত ৩ হাজার ৫শ’ পরিবারের মাঝে কুরবানির গোশত বিতরণ করেন। চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রব্বানীর সভাপতিত্বে গোশত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারী। প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতে ইসলামী একটি মানবতাবাদী সংগঠন। আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। জামায়াতে ইসলামী এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে মানুষ মানুষের কল্যাণ করবে, মানুষ মানুষের সুবিধা অসুবিধায় অংশগ্রহণ করবে। এই সামান্য উপহারটুকু যদি আপনাদের কাছে পৌঁছিয়ে দেওয়া যেত, তাহলে সেটা ভালো হতো ইনশাআল্লাহ। আগামীতে চেষ্টা থাকবে এই উপহারগুলো আপনাদের ঘরে পৌঁছিয়ে দেয়ার। আমার জন্য দোয়া করবেন আমি যেন আগামীতে সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে পারি এবং স্বপ্নের চাঁপাইনবাবগঞ্জ গড়তে পারি।