বাংলা নববর্ষ- ১৪৩২ স্বাগত জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর জেলা বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সোমবার নগরের রাজবাড়ি রোডের জেলা বিএনপি কার্যালয় থেকে শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসনের কার্যালয় হয়ে রথ খোলায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল। শোভাযাত্রা শেষে জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তৃতা করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু, যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান, বিএনপি নেতা ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, আব্দুল মোতালেব, সাখাওয়াত হোসেন সবুজ, সাখাওয়াত হোসেন সেলিম,জয়নাল আবেদীন রিজভী, আবু তাহের মুসুল্লি, পারভেজ আহমেদ, খালেকুজ্জামান বাবলু, আক্তারুল আলম মাস্টার, মোহাম্মদ সাইজুদ্দিন, যুবদল নেতা আনোয়ার হোসেন বেপারী, আলহাজ্ব নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, ছাত্রদল নেতা জাফর ইকবাল জনি, মহিলা দলনেত্রী গুল নাহার প্রমুখ।
এ দিন, শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে পরিণত হয়। বক্তারা বাংলা নববর্ষের আনন্দ উদযাপন এবং দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে একত্রিত হওয়ার আহ্বান জানান।