নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা : সম্প্রতি নেছারাবাদ উপজেলা জামায়াতের প্রতিনিধি সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১০টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় ৮০টি ভোট কেন্দ্রের ৪১৬টি বুথের এজেন্ট এবং কেন্দ্র কমিটির প্রতিনিধিদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ৫ শতাধীক ২ শতাধীক মহিলা প্রতিনিধি অংশ গ্রহণ করেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মুয়াজ্জম হোসাইনন হেলাল, প্রধান আলোচক হিসেবে উপস্থিতি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, বরিশাল জেলা আমির জনাব অধ্যাপক মাওলানা মোঃ আব্দুল জব্বার, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী, বিশেষ আলোচক ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, পিরোজপুর জেলা আমির অধ্যক্ষ মো তাফাজ্জল হোসাইন ফরিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো জহিরুল হক।