ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে। তিনি চরমোনাইয়ের সঙ্গে আলোচনা চালাচ্ছেন বলে জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহ-সভাপতি রাশেদ প্রধান।
বৃহস্পতিবার দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে চলমান মিটিং থেকে বের হলে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
রাশেদ প্রধান বলেন, আমরা সমঝোতার চূড়ান্ত পর্যায়ে আছি। ইসলামী আন্দোলন সমঝোতায় আছেন এটা বলবো না, আবার বের হয়ে গেছে এটাও বলবো না। সবকিছু চূড়ান্ত হবে রাত ৮টায়।
এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, জোটের ব্যাপারে আমি আশাবাদী। চেষ্টা চলছে, ভালো ফলাফল আসবে বলে আশাবাদী তিনি।