শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই কর্তৃক সাতক্ষীরা-৪ আসনে মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব এস. এম. মোস্তফা আল মামুন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় পৌরসভার সরদার মোহাম্মদ আলী ম্যানশনে উপজেলা প্রেসক্লাব আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইসলামী শাসনতন্ত্র আন্দোলন শ্যামনগর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবুল হোসেন, মুহাদ্দিস খায়রুল বাশার, সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক, উপজেলা সেক্রেটারি এস. এম. মাসুদ রানা, আশাশুনি উপজেলা সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সাবেক সভাপতি মাওলানা মুজিবুর রহমান, সাবেক সভাপতি মাওলানা খলিলুর রহমান, পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম, নুরে আলম সিদ্দিক, এস. এম. মিজানুর রহমান, আবুল কাশেম, পৌর আন্দোলনের সভাপতি হাফেজ মনিরুল ইসলাম, ছাত্র আন্দোলনের সভাপতি হামীম নজিবুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মোস্তফা আল মামুন বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চায়, সুনাগরিক উপহার দিতে চায়। তিনি জানান, আগামী নির্বাচনে ইসলামপন্থীদের জন্য একটাই ভোটের বাক্স থাকবে এবং ইসলামী জোটের প্রার্থীকে সামনে রেখে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

তিনি আরও বলেন, সাতক্ষীরা-৪ আসনের গরিব ও মেহনতি মানুষের প্রতিনিধি হিসেবে তিনি জনগণের আস্থা ও আশার প্রতীক হতে চান। স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, লবণাক্ততা সমস্যা মোকাবিলা, যোগাযোগ ব্যবস্থা উন্নতকরণ, বেকারত্ব নিরসন, নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন, প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা এবং সব ধর্মীয় উৎসব পালনে নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

তার নির্বাচনী অঙ্গীকারের মধ্যে রয়েছে- শিক্ষাক্ষেত্রে গুণগত মান উন্নয়ন, ঝরে পড়া রোধ ও শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিতকরণ, বিদ্যুৎ বিভ্রাট সমস্যার সমাধান, বর্ষাকালে পানি নিষ্কাশন ব্যবস্থা, সুপেয় পানির যোগান ও ইন্টারনেট সেবার উন্নয়ন। এছাড়া শ্যামনগর প্রেসক্লাব ও সাংবাদিকদের জীবনমান উন্নয়ন, নারী উন্নয়ন, প্রতিবন্ধী সেবা, প্রবীণ সহায়তা, সামাজিক স্থিতিশীলতা ও আইন-শৃঙ্খলার উন্নয়ন, পর্যটন খাতের বিকাশ এবং ব্যবসা-বাণিজ্যে স্বাধীন পরিবেশ সৃষ্টির উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি আরও প্রতিশ্রুতি দেন, নাভারন থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত রেললাইন স্থাপনের মাধ্যমে পর্যটন খাতে বিশেষ উন্নয়ন ঘটাবেন এবং সুন্দরবনকেন্দ্রিক হেলিপ্যাড স্থাপনের উদ্যোগ নেবেন। ভেড়িবাঁধ সংস্কার, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, পৌরসভার নিজস্ব ভবন ও জনবল বৃদ্ধি, প্রাচীন ঐতিহ্য সংরক্ষণ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতকরণেও তিনি কাজ করবেন।

মোস্তফা আল মামুন বলেন, “আমি নেতা হতে চাই না, জনগণের একজন সেবক হিসেবে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করবো। মহান সংসদে শ্যামনগরের আপামর জনতার প্রতিনিধি হওয়াকে আমি আল্লাহ তাআলার নেয়ামত মনে করি এবং আমৃত্যু জনসেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার করছি।”