ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিতে হবে। শ্রমিকদের সম্মানজনক বেতন-ভাতা প্রদান করতে হবে।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্ব এর উদ্যোগে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ যুগ্ম মহাসচিব ও নগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, শ্রমিক আন্দোলনের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাজী মুহাম্মদ শাহাদাত হোসাইন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্ব সভাপতি মো. রমজান আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. রাসেল আকনের সঞ্চালনায় অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি হাফেজ ওবায়দুল্লাহ বরকত, সেক্রেটারি নূরে আলম নকীব, ওমর ফারুক, শফিকুল ইসলাম, মোফাজ্জল হোসেন নান্নু মুন্সি, শাহীন ইসলাম, শাহাদাত হোসেন, লোকমান হোসেনসহ নগর ও থানা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রিন্সিপাল মাদানী বলেন, নির্বাচন নিয়ে ধুম্রজাল সৃষ্টির সুযোগ নেই। সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণের কাঙ্খিত মুক্তি আসবে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিয়ে নির্বাচন কমিশনের সক্ষমতা প্রমাণ করতে হবে।
মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, উন্নয়নের চাবিকাঠি হলো শ্রমিক। শ্রমিক ছাড়া উন্নয়ন সম্ভব নয়। শ্রমিকদের অবজ্ঞা ও অবহেলায় রেখে দেশের উন্নতি কখনো সম্ভব নয়। তিনি বলেন, শ্রমিকদের ব্যবহার করে আঙ্গুল ফুলে বটগাছ হলেও শ্রমিকরা অনাহারে অর্ধাহারে দিন কাটায়। প্রেস বিজ্ঞপ্তি।