দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ মিশনে গিয়ে খালেদার শোকবইতে স্বাক্ষর করেন।

এর আগে খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় এসে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে আগেই জানানো হয়, বৃহস্পতিবার সকালে বাংলাদেশ হাইকমিশনে যাচ্ছেন রাজনাথ সিং। হাইকমিশন এটা নিশ্চিত করেছে যে তিনি সকালেই গেছেন এবং শোকবইতে সই করেছেন। তিনি মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকাহত বাংলাদেশের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।

বুধবার খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে ঢাকায় আসনে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জানাজার পূর্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান তিনি। এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোকবার্তাটি হস্তান্তর করেন।

গত মঙ্গলবার ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে মারা যান বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এর পরপরই এক এক্স পোস্টে শোক জানান নরেন্দ্র মোদি।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, দিল্লির এসব উদ্যোগকে বিএনপির নতুন নেতৃত্বের প্রতি দিল্লির একটি কৌশলগত যোগাযোগ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।