মঙ্গলবার (৩ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা-১৩ মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলানগর এলাকার জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মোঃ মোবারক হোসাইন বনলতা আবাসিক সোসাইটির সভাপতি, সেক্রেটারিসহ কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন।
এ সময় মোবারক হোসাইন এর সাথে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর জোন টিম সদস্য জনাব ডাঃ শফিউর রহমান, অ্যাডভোকেট আজহারুল ইসলাম শেরেবাংলানগর থানা উত্তরের আমীর জনাব আব্দুল আউয়াল আজম নাইজানের নায়েবে আমীর শাহ আজিজুর রহমান তরুণ, বাইতুলমাল সেক্রেটারি এডভোকেট আব্দুল হালিম, থানা কর্মপরিষদ সদস্য সাইফুল আলম মাস্টার, ওয়ার্ড সভাপতি আসাদুজ্জামান টিপু, যুব বিভাগের সভাপতি মাহমুদুল হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।