বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে ছেলে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই তিনি দেশে ফিরবেন। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার নয়াপল্টনের যুবদল আয়োজিত দোয়া মাহফিলে তিনি একথা বলেন।

তারেক রহমান শিগগিরই দেশে চলে আসবেন বলে জানালেন সালাহ উদ্দিন আহমদ।

এদিকে সোমবার রাতে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদও বলেন, তারেক রহমান শিগগিরই চলে আসবেন ইনশাল্লাহ। তবে কখন আসবেন দিনক্ষণ কোনো কিছুই বলেননি তিনি।