নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের আয়োজনে কর্মী সম্মেলন মঙ্গলবার মাহিনী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়কোট উত্তর ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশ শূরা সদস্য ও ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়কোট উত্তর ইউনিয়ন সেক্রেটারি জামাল খানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর সহ সেক্রেটারি মুহাম্মদ নাছির আহমেদ মোল্লা, কুমিল্লা দক্ষিণ জেলা শূরা ও কর্ম পরিষদ সদস্য মিজানুর রহমান, নাঙ্গলকোট উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমীর মাওলানা এস.এম মহি উদ্দিন, মাওলানা মোহাম্মদ ইউছুপ আলী, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, রায়কোট উত্তর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মাওলানা জাফর আহাম্মদ মজুমদার, জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা সহ সেক্রেটারি মাওলানা ইয়াছিন মজুমদার, শূরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আব্দুল মালেক মোল্লা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা সভাপতি মাওলানা ওমর ফারুক মিয়াজী, ওলামা বিভাগ সভাপতি মাওলানা আবুল হাশেম মোল্লা, ঢাকা মহানগর পল্টন থানা শূরা ও কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম।