DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

রাজনীতি

বিভিন্ন সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল

লালমনিরহাট সদর উপজেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

Printed Edition
Untitled-1

লালমনিরহাট সংবাদদাতা : লালমনিরহাট সদর উপজেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

উপজেলার পেশাজীবি ও ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমনিরহাট সদর উপজেলা ইফতার মাহফিলের আয়োজন করে।

সদর উপজেলা জামায়াতের আমীর প্রভাষক মাহিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা রুহুল আমিন খন্দকারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত লালমনিরহাট সদর (লালমনিরহাট-৩) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জননেতা প্রভাষক হারুন অর রশিদ।

প্রধান আলোচক হিসেবে রমযানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও লালমনিরহাট জেলা আমীর এ্যাডভোকেট আবু তাহের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সহকারি সেক্রেটারি হাফেজ শাহ আলম, জেলা কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিককল্যান ফেডারেশনের লালমনিরহাট জেলা শাখার সভাপতি রেনায়েল আলম,লালমনিরহাট পৌর আমীর মাওলানা জয়নাল আবেদীন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমনিরহাট জেলা শাখার সভাপতি ছাত্রনেতা আবু তালেব, জেলা শিবির সেক্রেটারি ছাত্রনেতা রাশেদুল হাসান লিজু, উপজেলা যুব বিভাগের সভাপতি সোহেল পারভেজ ও উপজেলা যুব বিভাগের সহকারি সেক্রেটারি আল আমিন হাসান প্রমুখ।

ফেনী

ফেনীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ফেনী জেলার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিল ফুড গার্ডেন চাইনিজ রেস্টুরেন্ট এ অনুষ্ঠিত হয়। জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর ফেনী জেলা সভাপতি জনাব ফারুক আহমদ আজাদ। এতে আরো উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি মাও. কেফায়েত উল্যাহ ও আজিজুল করিম, জেলা সহ সাধারণ সম্পাদক মুনির হোসেন ও হাসান আল মাহমুদ, ফেনী শহর সভাপতি জাকের হোসেন রুবেল, ফেনী সদর সভাপতি আব্দুল হান্নান, ছাগলনাইয়া পৌরসভা সভাপতি ওসমার গনি আরিফ, পরিবহন শাখার সভাপতি মোহাম্মদ ইউনুছ। উক্ত অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

আমতলী (বরগুনা)

আমতলীতে জাহানারা-লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্র ১৫০ পরিবারের মাঝে খেজুর, ছোলা, চিনি, চিরা, মুড়ি, ট্যাংসহ বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের হল রুমে পবিত্র মাহে রময়ানের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাহানারা-লতিফ মোল্লা ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং ইফতার সামগ্রী বিতরনের উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, এলজিইডির প্রকৌশলী মো. ইদ্রিস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অলি আহাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হুসাইন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাইফুর রহমান, বিআরডিবি কর্মকর্তা মো. ফিরোজ আলম, আমতলী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম ও রিপোটর্সি ইউনিটির সাবেক সভাপতি হায়তাতুজ্জামান মিরাজ ও জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের সম্পাদক মিজানুর রহমান বাদল তালুকদার প্রমুখ।

পঞ্চগড়

রমযানের পবিত্রতা রক্ষা করুন, দ্রব্যমুল্য সহসীয় পর্যায়ে রাখুন। আহলান সাহলান মাহে রমযান উপলক্ষ্যে পঞ্চগড়ে স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (২৮ফেব্রুয়ারী) আছরের নামাজের পর পঞ্চগড় জেলা জামায়াতের দলীয় কার্যালয় থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় শহর শাখার আয়োজনে একটি স্বাগত মিছিল বের করা হয়। মিছিলে জেলা ও শহর জামায়াতের নেতা-কর্মীরা অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে এসে সংক্ষপ্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

চৌদ্দগ্রাম (কুমিল্লা)

‘সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে’-এ লক্ষ্য ধারণ করে কুমিল্লার চৌদ্দগ্রামে মরহুম আবদুল আজিজ মজুমদার ফাউন্ডেশনের উদ্যোগে রমযান উপলক্ষে শতাধিক গরীব ও অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার পৌর এলাকার লক্ষীপুর গ্রামের মজুমদার বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাস্টার আবু তাহের মজুমদার ও চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম মজুমদারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী হাউজিংয়ের চেয়ারম্যান ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, ইঞ্জিনিয়ার মোঃ শামীম, ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি জামাল হোসেন, সেক্রেটারি আবু মুসাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নাগরপুর (টাংগাইল)

বাংলাদেশ জামায়াতে ইসলামী মির্জাপুর উপজেলা যুব বিভাগ কর্তৃক বিশাল যুব প্রতিনিধি সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২৮ ফেব্রুয়ার)সকালে স্থানীয় একটি হল রুমে উপজেলা যুব বিভাগের সভাপতি মেহেদী হাসান রনির সভাপতিত্বে ও সেক্রেটারি মো.ইসমাইল খানের সঞ্চালনায় এ যুব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব বিভাগের জেলা সভাপতি মাওলানা বোরহানুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৭ আসনের জামায়াত সমর্থিত এমপি প্রার্থী প্রিন্সিপাল মাওলানা আব্দুল্লাহ তালুকদার, মির্জাপুর উপজেলা জামায়াতের আমির ইয়াহিয়া খান মারুফ,উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ আবুল কাশেম মৃধা।