সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা : জাতীয় সাংসদ নির্বাচনে চট্টগ্রাম -৪ তৃনমুল নির্বাচনী কমিটির কর্মশালা ও সমাবেশ গত শনিবার সকাল ১০টায় ফৌজদার হাট ইডেন পার্কে অনুষ্ঠিত হয়েছে।
যুবসমাজের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হউক এই শ্লোগান কে সামনে রেখে সীতাকুণ্ড কেন্দ্র ভিত্তিক দায়িত্বশীলদের দিন ব্যপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহ সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহজাহান। তিনি বলেন দেশে পিআর নির্বাচন চালু হলে ভোট কেন্দ্র দখল করতে পারবেনা। দেশে চাঁদাবাজী লুটতরাজ বন্ধ করতে আগামী নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তিনি আরও বলেন জনআকাংখার আলোকে নির্বাচন নিশ্চিত করতে জুলাই সনদের আইনী ভিত্তি অপরিহার্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, চট্টগ্রাম মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মোহাম্মদ নজরুল ইসলাম ও সীতাকুণ্ড আসন থেকে সংসদ সদস্য প্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরী।
জামায়াতের নির্বাচন পরিচালক অধ্যাপক ফজলুল করিম চৌধুরীর সভাপতিত্বে এবং সচিব মোহাম্মদ তাহের এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জানায়াত নেতা রেজাউল করিম, আকরাম ছিদ্দিক চৌধুরী জাহাঙ্গীর, মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, জসিম উদ্দীন আজাদ, মিজানুর রহমান, সীতাকুণ্ড ছাত্রশিবিরের সভাপতি আশরাফ উদ্দীন, ডাঃ শাহাদাত হোসেন, আকরাম ছিদ্দিক চৌধুরী প্রমুখ।