চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুলের ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার ঘটনায় তিনি তীব্র নিন্দা জানিয়ে বলেন, নির্বাচনী প্রচার-প্রচারণার প্রথম দিনেই এ ঘটনা ঘটানা হয়েছে। এই ঘটনায় প্রমাণ করে একটি দল আওয়ামী লীগের মতোই প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায়। তারা গণতন্ত্রে বিশ্বাসী নয়, তারা জনগণের ভোটে বিশ্বাসী নয়। তারা বিরোধী দলমত মেনে নিতে পারে না, সহ্য করতে পারে না।

তিনি বলেন, ব্যানার-ফেস্টুন ছিঁড়ে-পুড়িয়ে দাঁড়িপাল্লার বিজয়কে আটকে রাখা যাবে না। আমরা এ ঘটনায় নিজেদের কর্মী-সমর্থকদের ধৈর্য ধারন করতে বলেছি। আশা করছি, প্রতিপক্ষ প্রার্থী তার কর্মী-সমর্থকদের এমন নিন্দনীয় কাজের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন। পাশাপাশি রিটার্নিং কর্মকর্তাকেও এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে নূরুল ইসলাম বুলবুল বলেন, নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই এমন ঘটনা নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত করতে পারে। তিনি এই ঘটনায় রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করা হবে বলে জানান।

উল্লেখ, বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন ও পৌর এলাকার ০৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর ব্যানার-ফেস্টুন পোড়ানোর ঘটনা ঘটে। স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ দাবি করছেন, প্রতিপক্ষ প্রার্থীর কর্মী-সমর্থকরা এমন ঘটনা ঘটিয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম বলেন, বৃহস্পতিবার সকালে বিভিন্ন এলাকা থেকে স্থানীয় কর্মী-সমর্থকরা জানিয়েছে আমাদের ব্যানার ফেস্টুন পোড়ানো ও ছিঁড়ে ফেলা হয়েছে। পরবর্তীতে আমরা সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা দেখতে পেরে আমাদের প্রার্থী জননেতা নূরুল ইসলাম বুলবুলকে বিষয়টি অবগত করলে তিনি নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছেন এবং প্রশাসনের দৃষ্টিগোচরের পরামর্শ দিয়েছেন।