বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, উন্নত, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় ফটিকছড়ি গড়ে তুলতে গণমানুষের ঐক্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। ন্যায় ও সুবিচারের প্রতীক দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমেই জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব। আমাদের রাজনৈতিক অঙ্গীকার হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করা, সমাজে নৈতিকতা ফিরিয়ে আনা এবং জনগণের অধিকার নিশ্চিত করা।

গত সোমবার রাতে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে চট্টগ্রাম শহরে বসবাসরত ফটিকছড়িবাসীদের উদ্যোগে এক প্রীতি সমাবেশে প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন। তিনি বলেন, চট্টগ্রাম শহরে অবস্থানরত ফটিকছড়িবাসীরা নিজ এলাকা ও সম্প্রদায়ের সঙ্গে যে সেতুবন্ধন তৈরি করে রেখেছেন, তা প্রশংসনীয়। উন্নয়ন ও কল্যাণে নিজেদের সম্পৃক্ত রাখার পাশাপাশি তারা এলাকার সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

মুহাম্মদ শাহজাহান বলেন, ফটিকছড়ির উন্নয়ন, শিক্ষার প্রসার, যুবসমাজের নৈতিক বিকাশ এবং শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন আমরা যদি সত্য, ন্যায়, মূল্যবোধ ও জনগণের কল্যাণকে সামনে রেখে এগিয়ে যাই, তাহলে উন্নত ফটিকছড়ি গড়া সময়ের ব্যাপার মাত্র। তিনি ৫ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ৮ দলের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

অধ্যক্ষ ড. মাওলানা সাইয়্যেদ মোহাম্মদ আবু নোমানের সভাপতিত্বে এডভোকেট ইসমাইল গণি, এজাহার মিয়া ও মো: শহিদুল্লাহ তালুকদারে যৌথ সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দীন সিকদার, চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি ও চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, খাগড়াছড়ির জেলা আমীর অধ্যাপক আব্দুল মোমেন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অতিরিক্ত সচিব (অব:) গোলাম হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার প্রমুখ।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর আমির নজরুল ইসলাম বলেন, সবুজে ঘেরা ফটিকছড়ি। আর হালদা নদীর ফেনা দিয়ে মিঠা পানির চাষ হয়। ফটিকছড়ি সম্ভাবনাময় একটি এলাকা এবং এখানকার প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্পদ যথাযথ ব্যবহারের মাধ্যমে উন্নয়নের ব্যাপক সুযোগ রয়েছে। এই সুযোগ এবার কাজে লাগাতে হবে। আগামী নির্বাচনে ফটিকছড়িতে দাঁড়িপাল্লায় অধ্যক্ষ নুরুল আমিনকে ভোট দিয়ে ফটিকছড়িকে বাংলাদেশর মডেল উপজেলায় রুপান্তর করতে হবে।

জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন বলেন, ফটিকছড়িবাসী তাকে সুযোগ দিলে তিনি শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। এলাকাটিতে খেলার মাঠ প্রতিষ্ঠা, নতুন উপজেলার অবকাঠামো উন্নয়ন, সম্ভাবনাময় শিল্পনগর গড়ে তোলা এবং এখানকার জনগণের জন্য গ্যাস সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

সভাপতির বক্তব্যে ড. সাইয়েদ আবু নোমান বলেন, আগামীর বাংলাদেশ কিভাবে চলবে এটা নির্ধারণ হবে আগামীর সংসদ নির্বাচনে, আমরা যদি রাসুলুল্লাহ (সা.) যে মদিনার সনদের আলোকে ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছিলেন আগামী সংসদে আল্লাহ সুবাহানু ওয়াতালা যদি জামায়াতে ইসলামীকে ক্ষমতা দান করে, এবং সংসদে যাওয়ার জন্য সুযোগ দান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এই সংগঠনটি আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তারা মদিনার সনদের আলোকে দেশ পরিচালনা করবে। মদিনার সনদ প্রতিষ্ঠা হয়েছে মদিনার সকল শ্রেণীর মানুষদেরকে নিয়ে।