আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-২ (রায়পুর- লক্ষ্মীপুর সদর আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার সকালে লক্ষ্মীপুর শহরের লিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এটি দালালবাজার, বাসাবাড়ি, হায়দারগঞ্জ, মিতালী বাজার, রায়পুর বাজার, রায়পুর কলেজ রোড, পানপাড়া, মীরগঞ্জ ও পালেরহাট ঘুরে পুনরায় লিল্লাহ মসজিদ প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

শোভাযাত্রায় কয়েক হাজার মোটরসাইকেল, প্রাইভেট কার ও পিকআপ ভ্যান অংশ নেয়। এ সময় রাস্তার মোড়ে মোড়ে উৎসুক জনতা ভিড় করেন এবং তারা হাত নেড়ে ও স্লোগান দিয়ে দাডি পাল্লার শোভাযাত্রাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

লক্ষ্মীপুর-২ আসনের বিভিন্ন এলাকা থেকে আগত কর্মী-সমর্থক ও তরুণদের উপস্থিতিতে পুরো রায়পুর জুড়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাস্টার রুহুল আমিন ভূঁইয়া রায়পুর আসন নিয়ে তার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচিত হলে সরকারের তরফ থেকে প্রাপ্ত আমানত জনগণের কাছে সঠিক ভাবে পৌঁছে দেবেন এবং উন্নয়ন কর্মকাণ্ডকে কমিশন বাণিজ্য থেকে মুক্ত রেখে লক্ষ্মীপুর ও রায়পুরের উন্নয়ন বৈষম্য দূর করবেন।

তিনি আরও বলেন, রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক চিকিৎসার সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। পাশাপাশি লক্ষ্মীপুরে রেল সংযোগ ও বিশ্ববিদ্যালয় স্থাপনসহ এলাকার যুবকদের বেকারত্ব সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগ গ্রহণ করবেন।

রুহুল আমিন ভূঁইয়া বলেন, “আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি কোনো ধরনের দুর্নীতি করিনি এবং ভবিষ্যতেও দুর্নীতিকে প্রশ্রয় দেব না।” তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনে দাঁড়িপাল্লার নির্বাচন সমন্বয়কারী ও জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন নূরনবী, সহকারী পরিচালক এডভোকেট আব্দুল আউয়াল রাসেল, জেলা কর্মপরিষদ সদস্য সর্দার সৈয়দ আহমেদ, রায়পুর উপজেলা জামায়াতের আমির মাওলানা নাজমুল হুদা, লক্ষ্মীপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহমান, রায়পুর পৌর জামায়াতের আমির মাওলানা ফজলুল করিম, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ফয়েজ আহমেদ ও রায়পুর পৌর সেক্রেটারি আশরাফুল ইসলাম রাকিব