বাংলাদেশ জামায়াত ইসলামী সরকারি সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, নির্বাচনের মাধ্যমেই কেবল জনগণ প্রতিনিধি নির্বাচন করতে পারে। নির্বাচনে এদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করবে। এই নির্বাচনে জামায়াতের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে একটি কার্যকরী ভূমিকা রাখার জন্য সকলকে যথাযথ ভূমিকা রাখতে হবে।

১৮ এপ্রিল মুসলিম মিশন কনফারেন্স রুমে মানব সম্পদ বিভাগ ফরিদপুর অঞ্চল কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ প্রোগ্রামের উদ্বোধনী বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন নির্বাচন হলো প্রতিনিধি বাছাইয়ের আধুনিক পদ্ধতি যার মাধ্যমে জনগণ তাদের পছন্দমত প্রতিনিধি বাছাই করতে পারে। প্রতিনিধি বাছাই যদি সঠিক না হয় দেশে গণতান্ত্রের পরিবর্তে ফ্যাসিবাদ কায়েম হবে। বিগত তিনটি নির্বাচন সুষ্ঠু না হওয়ায় ফ্যাসিবাদ দীর্ঘ ১৫ বছর প্রতিষ্ঠিত হয়েছিল। জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে জনমত গড়ে তোলেছিল। এ প্রেক্ষাপটে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন এক পর্যায়ে সরকার পতনের আন্দোলনে পরিণত হয়েছিল। দেশের সব শ্রেণীর মানুষ এই আন্দোলনে জীবন ও দিয়ে ফ্যাসিবাদকে বিদায় করেছে।

ড. হামিদুর রহমান আজাদ বলেন, বর্তমানে এদেশের জনগণের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার ও ফ্যাসিবাদের বিচারসহ সুষ্ঠু নির্বাচনের জনআকাঙ্ক্ষার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীও সহমত পোষণ করে। ৫৪ বছরের জঞ্জাল মুক্ত করে আগামীতে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। এজন্য নির্বাচন কমিশনকে সকল স্টেক হোল্ডারদের বিশেষ করে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে হবে। অবাধ ও সুষ্ঠ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশ আবারো ফ্যাসিবাদের দিকে ফিরে যেতে পারে । এজন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে আপনাদেরকে প্রস্তুত হতে হবে। সাথে সাথে মাঠের অভিজ্ঞতাও কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ দেলোয়ার হোসেন, সঞ্চালনায় ছিলেন ফরিদপুর জেলা আমীর মাওলানা মোঃ বদর উদ্দিন।