কাজিপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি ও দলীয় মনোনয়ন প্রত্যাশী নাজমুল হাসান তালুকদার রানা বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে অনুপস্থিত থাকলেও সংগঠনগুলোকে সুসংগঠিত করেছেন। তিনি আমাদের ঐক্যের প্রতীক। কোটি কোটি জনতা তার নেতৃত্বে ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তিনি। শনিবার (১ নভেম্বর) দিনব্যাপী চরাঞ্চলের মনসুর নগর ইউনিয়নের বিভিন্ন গ্ৰামে ও বাজারে ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগকালে বক্তব্যে এসব কথা বলেন তিনি। নাজমুল হাসান তালুকদার রানা বলেন, সিরাজগঞ্জ-১ আসনের মানুষ আজ দলমত নির্বিশেষে একত্রিত হয়েছেন। তারা চান, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে আমাকে ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হোক। এজন্য তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে জোর দাবি জানাচ্ছেন। তিনি আরও বলেন, নির্বাচনের আগে গণভোটের কোনো বাস্তব সুযোগ নেই। একদিনেই নির্বাচন হলে দেশের জনগণের ভোগান্তি কমবে এটাই আমাদের অবস্থান।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।