গাযী খলিলুর রহমান, গাজীপুর মহানগর সংবাদদাতা :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়,আগে স্থানীয় সরকার নির্বাচন,পরে জাতীয় নির্বাচন দিতে হবে। তিনি আরও বলেন, দেশের বিরাজমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের লেবেল প্লেইং ফিল্ড নেই, সরকারকেই সেই লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে।

আজ সোমবার ৭ জুলাই গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি মিলনায়তনে আয়োজিত ঢাকা অঞ্চল উত্তর জামায়াতের মহানগর, জেলা ও থানার দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে দলীয় সরকারের অধীনে কোনো স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হয়নি। তাই নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন দেয়ার জন্য জোর দাবি জানান। তিনি আরও বলেন, আগে স্থানীয় নির্বাচন হওয়াটা গণতন্ত্র ও জনগণের দাবি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা অঞ্চল উত্তর জামায়াতের পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহর সভাপতিত্বে ও ঢাকা অঞ্চল উত্তর জামায়াতের সহকারী পরিচালক মাওলানা মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় উক্ত দায়িত্বশীল সমাবেশে তিনি আরও বলেন, বর্তমান সরকারের ভেতরে এমন কিছু চিহ্নিত ফ্যাসিবাদের দোসর রয়েছে, যারা সরকারের ঘাড়ে, আবার আরেকটি দলের ঘাড়ে চড়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। তারা পোশাক বদলালেও চরিত্র বদলায়নি। গণতন্ত্র হত্যা, ভোট ডাকাতি, গুম-খুন ও দুর্নীতির সঙ্গে জড়িত এসব দুর্বৃত্তদের চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় আনতে জোর দাবি জানান। তিনি আরও বলেন, বিগত তিনটি ভুয়া নির্বাচন পরিচালনায় জড়িত মাঠ প্রশাসনের সব ব্যক্তিকে বিচারের মুখোমুখি করতে হবে। দেশের অর্থনীতি যারা নাজুক করে দিয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাদের গ্রেফতার করে টাকা ফেরত আনতে হবে। জনগণের স্বপ্ন ও ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, আজ অনেক সরকারি অফিস আদালত একদলীয় অফিসে রূপান্তরিত করার ষড়যন্ত্র করা হচ্ছে। ছাত্র জনতা দেশের জন্য রক্ত দিয়েছেন, চোখ দিয়েছেন, জীবন দিয়েছেন ভোটাধিকারের জন্য, ইনসাফের জন্য। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকারি অফিসকে পার্টি অফিসে পরিণত করতে দেয়া হবে না। উক্ত ঢাকা উত্তর অঞ্চল জামায়াতের দায়িত্বশীল সমাবেশে দারস উপস্থাপন করেন বিশিষ্ট ইসলামি স্কলার

মাওলানা ড. খলিলুর রহমান মাদানী

উপস্থিত ছিলেন, মুহাম্মদ আবুল হাশেম খান,

গাজীপুর মহানগর আমীর অধ্যাপক মুহাম্মদ জামাল উদদীন, গাজীপুর জেলা আমীর

ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম, টাংগাইল জেলা আমীর মুহাম্মদ আহসান হাবীব মাসুদ,

মানিকগঞ্জ জেলা আমীর মাওলানা কামরুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি

আবু সাঈদ মুহাম্মদ ফারুক,

মুহাম্মদ শফিউদ্দিন, মুহাম্মদ হুমায়ুন কবির,

মুহাম্মদ নূরুল ইসলাম ও ঢাকা উত্তর অঞ্চলের সম্ভাব্য জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থীগন। এছাড়াও মহানগর, জেলা নেতৃবৃন্দ সহ থানা উপজেলা আমীর সেক্রেটারী ও বিভাগীয় দায়িত্বশীলবৃন্দ সমাবেশে অংশ নিয়েছেন।