সিলেট নগরীর টিলাগড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত দুজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকাল ৪টার দিকে সিলেট সরকারি কলেজসংলগ্ন এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে দুইজনকে দেশীয় অস্ত্রসহ আটক করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রদলের কেন্দ্রীয় রাজনীতির অনুসারী আব্দুস সামাদ লস্কর মুনিম ও আব্দুস সালাম টিপু গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে টিলাগড়ে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলছিল। সংঘর্ষের সূত্রপাত হয় সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মিনহাজ উদ্দীনকে মারধরের ঘটনায়।

অভিযোগ উঠেছে, মুনিমের অনুসারী কর্মীরা পরিকল্পিতভাবে মিনহাজের ওপর হামলা চালায়। এর জেরে টিপু গ্রুপের নেতাকর্মীরা পাল্টা হামলায় চালায়। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং ঘণ্টাব্যাপী উত্তেজনা বিরাজ করে।

পরে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অভিযানের সময় গ্রীনহিল স্টেট কলেজ ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসাইন ও আসফিয়াকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। আহতাবস্থায় তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আটক দুইজনকে সেনাবাহিনী থানায় হস্তান্তর করেছে। তারা আহত থাকায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে ঘটনার তদন্ত চলছে।