জাপান সফররত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।
ইসলামিক মিশন, জাপানের কেন্দ্রীয় সভাপতি জনাব হাফেজ সাবের আহমদের নেতৃত্বে মাওলানা রফিকুল ইসলাম খান ও মিশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা বুধবার (৭ মে) দুপুর ১১টায় টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ এ জাপানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, জনগণের প্রতি সেবার মান বৃদ্ধি, রেমিট্যান্স পাঠানোর ব্যাপারে প্রবাসীদের আরও বেশি উৎসাহিত করা এবং জাপানে আরও বেশি সংখ্যক ছাত্র, শ্রমিক ও দক্ষ জনশক্তি পাঠানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়।

প্রবাসীদের স্বার্থ-সংশ্লিষ্ট আরও যেসব বিষয়ে মান্যবর রাষ্ট্রদূতের মনোযোগ আকর্ষণ করা হয়, তা হলো:
১) দেশে লাশ পাঠানোর ক্ষেত্রে দূতাবাসের সর্বোচ্চ সহযোগিতা কামনা।
২) প্রবাসীদের এনআইডি কার্ড সরবরাহ এবং ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করা।
৩) বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া আরও দ্রুত ও সহজতর করা।
৪) বাংলাদেশ থেকে দক্ষ জনবল আনার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ।
৫) জাপানে বসবাসরত প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র প্রদানের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ।
৬) জাপানে বাংলাদেশ ও জাপানি কারিকুলাম সংযুক্ত করে একটি বিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ এবং সহযোগিতার আশ্বাস প্রদান।
সর্বোপরি, বর্তমান রাষ্ট্রদূত ও দূতাবাসের কার্যক্রমের প্রতি সন্তুষ্টি প্রকাশ করা হয়। অত্যন্ত প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাৎ এ আরও উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা এটিএম মিছবাহুল কবির, আব্দুল মালেক, হাফেজ আলাউদ্দীন, মিশনের টোকিও সিটির সভাপতি নিয়ামত উল্লাহ, সহ-সভাপতি সরওয়ার আলম জোহা, সেক্রেটারি ও ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মেহেদী হাসান মাহফুজ, হাফেজ রাকিব আহমদ, ফজলুল হক পাভেল এবং ব্যবসায়ী নেতা জনাব সানাউল হক।
দূতাবাসের পক্ষ থেকেও উপস্থিত ছিলেন কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ বশির এবং ফার্স্ট সেক্রেটারি (লেবার) জয়নাল আবেদীন।