ইউরোপিয়ান ইউনিয়নের ডেপুটি চীফ বাইবা জারিনার আমন্ত্রণে জামায়াতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দলের মহিলা বিভাগীয় সেক্রেটারী অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দীকার নেতৃত্বে ৬ সদস্যের একটি টীম আজ সকাল ১০ টায় ইইউর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতপরবর্তী বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকটিতে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্হিতি ও নারীদের রাজনৈতিক অংশগ্রহন বিষয়সহ অন্যান্য আরো বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশ জামায়াত ইসলামী মহিলা বিভাগের আরো যে সদস্যগণ উপস্হিত ছিলেন তারা হলেন- প্রফেসর ডাঃ হাবীবা আক্তার চৌধুরী কেন্দ্রীয় কর্মপরিষদ রাজনৈতিক বিভাগ, এডভোকেট সাবিকুন্নাহার মুন্নী কেন্দ্রীয় কর্মপরিষদ মানব সম্পদ, আইন ও মানবাধিকার বিভাগ, আয়েশা সিদ্দিকা পারভীন কেন্দ্রীয় কর্মপরিষদ ও সেক্রেটারী ঢাকা মহানগরী দক্ষিণ, সুফিয়া জামাল কেন্দ্রীয় কর্মপরিষদ ও সেক্রেটারী ঢাকা মহানগরী উওর এবং সহকারী অধ্যাপক লায়লা মরিয়ম সদস্য এডভাইসারি কাউন্সিল, ঢাকা মহানগরী দক্ষিণ।

বৈঠকটি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।