চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ বলেছেন, আজকের এই দিনে ১৯৯০ সালে দেশের জনগণ স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে পতন ঘটিয়েছিল। পতিত খুনী হাসিনা পালালেও তার দোসররা এখনও সরকারি বিভিন্ন পদে নতুন নামে বেনামে ক্ষমতায় রয়েছে। তাই স্বৈরাচারের পেতাত্মাদের সব জায়গা থেকে সরাতে হবে।
তিনি বলেন, চট্টগ্রাম-১১ আসনে জামায়াতের পক্ষে দাঁড়ি পাল্লার বিজয় দেখে একটি গোষ্ঠী জুলুম ও নির্বাচনী কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তারা এই সব করে এ আসনে দাঁড়ি পাল্লার বিজয় ঠেকানো যাবে না। তিনি সকলকে সমন্বয় করে ধৈর্যের সাথে নির্বাচনী কাজে ঝাঁপিয়ে পড়ে বিজয় ছিনিয়ে আনার জন্য সর্বস্তরের দায়িত্বশীলদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
চট্টগ্রাম মহানগরীর-১১ আসনের থানা ও ওয়ার্ড আমীর এবং মহিলা থানা ও ওয়ার্ড সেক্রেটারিদের নিয়ে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
গতকাল শনিবার সকাল-১০টায় বন্দর ইসলামী শ্রমিক সংঘের কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত দায়িত্বশীল সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম-১১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও দাঁড়িপাল্লার নমিনি শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন আসনের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, সদস্য সচিব মুহাম্মদ আব্দুল গফুর, নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ডবলমুরিং থানা আমীর ফারুকের আজম, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি আবু তালেব চৌধুরী প্রমুখ।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জামায়াত নেতা সরওয়ার জাহান সিরাজী, মুহাম্মদ ইকবাল শরীফ, মাওলানা বেলাল হাসান, ফিরোজ আহমদ, মুজিবুর রহমান, শ্রমিক নেতা হেলাল উদ্দীন মহিলা দায়িত্বশীলাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মহানগরীর নেত্রী রাবেয়া বেগম ও শাহেদা মতিন প্রমুখ।
বরিশাল অফিস : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১৫টি অসহায় পরিবারে নতুন ঘর ও ছাগল উপহার দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা ও কাজীরহাট) আসনে দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।
উপজেলার উত্তর ও দক্ষিণ উলানিয়া ইউনিয়নে ৪টি অসহায় পরিবার জরাজীর্ণ ঘরে চরম মানবেতর জীবনযাপন করছিলেন। বিষয়টি জানার পর মাওলানা আবদুল জব্বার তাদেরকে বসবাসের জন্য নতুন ঘর নির্মাণের জন্য স্বেচ্ছাসেবী সংস্থা ইকরা ফাউন্ডেশনকে অনুরোধ করলে সংস্থাটি নতুন ঘর নির্মাণ করে দেন। শনিবার (৬ ডিসেম্বর) দোয়া ও মোনাজাতের মাধ্যমে নতুন ঘরগুলো আনুষ্ঠানিক উদ্বোধন করে হস্তান্তর করেন মাওলানা আবদুল জব্বার।
এছাড়াও তিনি আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বীকরণ সৃষ্টির লক্ষ্যে ইকরা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় উলানিয়া দক্ষিণ ও উত্তর ইউনিয়নে ১১টি অসহায় পরিবারের মাঝে ২২টি ছাগল উপহার দিয়েছেন।
এ সময় বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, আমরা সবাইকে সাথে নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। ইতোমধ্যে আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করেছি, এরই ধারাবাহিকতায় অসহায় পরিবারকে নতুন ঘর ও দুস্থ ভাই-বোনদের মাঝে ছাগল উপহার দিচ্ছি। যাদেরকে ঘর দিয়েছি তাদের মধ্যে ১টি হিন্দু পরিবারও রয়েছে। আমাদের এই ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে তাদের জীবনে সামান্য হলেও পরিবর্তনের পথে একটি ধাপ রাখতে পেরেছি, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।
উপহার বিতরণ কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আগামী উপজেলা নির্বাচনে জামায়াত মনোনীত মেহেন্দিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. সাইফুর রহমান, মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা শহিদুল ইসলাম, ঢাকাস্থ উলানিয়া আদর্শ সমাজ পরিষদের সভাপতি ও দক্ষিণ উলানিয়া ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা মোজাম্মেল হক তালুকদার, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উত্তর উলানিয়া ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থী মাওলানা সিদ্দিকুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য মাস্টার আমজাদ হোসেন, উত্তর উলানিয়া ইউনিয়ন আমীর উপাধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, দক্ষিণ উলানিয়া ইউনিয়ন আমীর কাজী মাওলানা আবুল কালাম আযাদ প্রমুখ।
এছাড়াও উপজেলা-ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ, ইকরা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যামান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আশাশুনি : সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি)আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় শূরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ, মহিলা সমাবেশ, সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
গত ০৬ ডিসেম্বর বড়দল ইউনিয়ন জামায়াতের আয়োজনে বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুল মাঠে বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল ওয়াজেদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি সেকেন্দার আলীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতিকের এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য এ্যাডঃ আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি, চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক, সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, উপজেলা সহ-সেক্রেটারি ডাক্তার রোকনুজ্জামান, ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর সানা, প্রভাষক দীপ্র কুমার মন্ডল প্রমুখ।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা: দাঁড়িপাল্লার পক্ষে জোয়ার দেখে একটি পক্ষ এখন ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কসবা-আখাউড়া সংসদীয় আসনের প্রার্থী আতাউর রহমান সরকার।
আজ বিকাল ৪টা ৩০ মিনিটে কসবা উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উদ্যোগে রামপুর হাইস্কুল মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আতাউর রহমান সরকার বলেন, “জামায়াতে ইসলামী নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর। ডা. শফিকুর রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে দূর্নীতি ও চাঁদাবাজ মুক্ত—ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লার পক্ষে জোয়ার দেখে একটা পক্ষ ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর স্বপ্ন দেখছে। কিন্তু এ দেশের জনগণ সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে।”
ওয়ার্ড সভাপতি মাওলানা ইয়াসিন মিয়ার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, কসবা উপজেলা শিবির সেক্রেটারি জাহিদ হাসান মোল্লা, ইউনিয়ন জামায়াত আমীর ডা. গোলাম মোস্তফা, সেক্রেটারি খলিলুর রহমান, সফিকুল ইসলাম মাস্টার ও রেজাউল করিম প্রমুখ।
সমাবেশ শেষে আত্মবিশ্বাসী বক্তব্যে আতাউর রহমান সরকার জানান, জনগণই হবে আগামী নির্বাচনের আসল রক্ষক, আর দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শ্রীপুর মাগুরা : মাগুরায় ২৪ শে জুলাই গণআন্দোলনে মহম্মদপুরের শহীদ সুমনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলার বালিদিয়া গ্রামে ৭ ডিসেম্বর ২০২৫ রবিবার দুপুরে “শহীদ সুমন সড়ক”-এর উদ্বোধন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মাগুরা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জামায়াত নেতা সহকারী অধ্যাপক মাওলানা এম বি বাকের।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোঃ কবীর হুসাইন, উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মাওলানা মোঃ নজরুল ইসলামসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরেরর জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
সাদুল্লাপুর : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নে এক প্রাণবন্ত নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ভাতগ্রাম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে আয়োজিত এ সমাবেশে বিপুল সংখ্যক স্থানীয় জনগণের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা ০৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু মাওলানা। তিনি তার বক্তৃতায় এলাকাবাসীর সার্বিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতে ব্যাপক পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি শান্তিপূর্ণ নির্বাচন ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সচেতন থাকার আহ্বান জানান।
ভোলাহাট : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা দলদলি ইউনিয়নে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. মিজানুর রহমানের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৭ জানুয়ারি) দুপুর দুইটার দিকে মুশরিভুজা স্কুল এন্ড কলেজ মাঠে দলদলী ইউনিয়ন জামায়াতের আয়োজনে এই নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আমীর মাওলানা মো: শামসুজ্জামানের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর ড. মিজানুর রহমান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় মজলিশে সূরার সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইয়াহিয়া খালেদ, জেলা কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, গোমস্তাপুর উপজেলা আমীর ইমামুল হুদা, ভোলাহাট উপজেলার নায়েবে আমীর লোকমান আলী, উপজেলা সাবেক আমীর ক্বারী আলাউদ্দিন।
বক্তারা বলেন, আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় ছিনিয়ে আনার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের মাঠে থাকতে হবে এবং জনগনকে বুঝাতে হবে দাঁড়িপাল্লা বিজয় হলে দেশে দুর্নীতি, চাঁদাবাজি ও হয়রানি বন্ধ হবে।
দাউদকান্দি (কুমিল্লা): কুমিল্লার দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। পদুয়া ইউনিয়নের ঐতিহাসিক নিশ্চিন্তপুর (কয়রাপুর) কেন্দ্রীয় ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পদুয়া ইউনিয়ন শাখার সার্বিক তত্ত্বাবধানে ও আয়োজনে এই সমাবেশ সম্পন্ন হয়।জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ মনিরুজ্জামান বাহলুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আঞ্চলিক উন্নয়ন নিয়ে কথা বলেন।তিনি বলেন, “দেশে ন্যায়বিচার, সুশাসন এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই।
দেলদুয়ার (টাঙ্গাইল): টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ৬ ডিসেম্বর শনিবার বিকেলে উপজেলা পরিষদের সামনে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের আমীর আল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. এ কে এম আবদুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের নির্বাচন পরিচালক মির্জা রাশেদুল হাসান জুয়েল, নাগরপুর উপজেলা জাময়াতের সেক্রেটারি প্রফেসর আব্দুস সালাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়নের জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান।
সাতক্ষীরা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৪ আসনে রাজনৈতিক তৎপরতা ক্রমেই জোরদার হচ্ছে। শ্যামনগর উপজেলাজুড়ে দলীয় প্রস্তুতি, গণসংযোগ ও নির্বাচনী কর্মকাণ্ডে সরব হয়ে উঠেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এর মধ্যে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও সাবেক দুইবারের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ধারাবাহিক ও সংগঠিত প্রচারণার মাধ্যমে নির্বাচনী মাঠে সক্রিয় উপস্থিতি জানান দিচ্ছেন।
নির্বাচন সামনে রেখে প্রতিদিনই গাজী নজরুল ইসলাম উপজেলার বিভিন্ন ওয়ার্ড, গ্রাম ও প্রত্যন্ত জনপদে উঠান বৈঠক, মতবিনিময় সভা, গণসংযোগ, কর্মী সমাবেশ ও জনসভায় অংশ নিচ্ছেন। একই সঙ্গে কেন্দ্রভিত্তিক প্রস্তুতি, পোলিং এজেন্ট প্রশিক্ষণ ও সুপরিকল্পিত কর্মসূচির মাধ্যমে দলের নেতাকর্মীরাও মাঠপর্যায়ে সক্রিয় রয়েছেন। এতে করে নির্বাচনী প্রস্তুতিতে জামায়াতে ইসলামীকে সুসংগঠিত ও অগ্রসর অবস্থানে দেখা যাচ্ছে বলে স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছে—বর্তমানে মাঠে আওয়ামী লীগের কোনো দৃশ্যমান সাংগঠনিক তৎপরতা নেই এবং জাতীয় পার্টির কার্যক্রমও সীমিত। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাতক্ষীরা-৪ আসনে মূল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠছে জামায়াতে ইসলামী ও বিএনপিকে কেন্দ্র করে।
গাজী নজরুল ইসলাম এর আগে ১৯৯১ ও ২০০১ সালে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। সর্বশেষ ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি জামায়াতের প্রার্থী হিসেবে উল্লেখযোগ্য ভোট লাভ করেন। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, ধারাবাহিক সাংগঠনিক সম্পৃক্ততা এবং তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতার কারণে তিনি নির্বাচনী দৌড়ে শক্ত অবস্থানে রয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
শ্রীপুর (মাগুরা) : মাগুরার শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিভিন্ন পর্যায়ের নির্বাচনী দ্বায়িত্বশীলদের নিয়ে সোমবার সকালে শ্রীপুরের কচুয়ার দলীয় কার্যালয়ের সম্মুখে বিশেষ নির্বাচনী দ্বায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সহকারী অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুমরা -১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরার অন্যতম সদস্য যশোর - কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলহাজ্ব আব্দুল মতিন।
বাঁশখালী (চট্টগ্রাম) : চট্টগ্রাম -১৬ বাঁশখালী আসনে গণসংযোগকালে ব্যাপক জনসাড়া পাচ্ছেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও গণ্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত আলী।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে ধানের শীষ প্রতীক মনোনয়ন প্রত্যাশা করলেও মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা লিয়াকত আলীসহ মনোনয়ন প্রত্যাশী বিএনপি আরও বেশ কয়েকজন নেতারা। গত ৩ নভেম্বর বিএনপি প্রথম পর্যায়ে ২৩৭ আসনে মনোনয়ন ঘোষণা করেন। এতে চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে সাবেক প্রতিমন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর কনিষ্ঠ পুত্র, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে ধানের শীষ প্রার্থী ঘোষণা করা হয়। প্রাথমিক পর্যায়ের মনোনয়ন তালিকা থেকে বাদ পড়ে যাওয়ায় হতাশ হয়ে পড়েন বিএনপি নেতা লিয়াকত আলী ও তারা সমর্থকরা। তবে দলের হাইকমান্ড থেকে বাঁশখালী আসনে মনোনয়ন পরিবর্তনের আশা ছাড়েননি তিনি। ঘোষিত মনোনয়ন পুনর্বিবেচনা করার দাবিতে বাঁশখালীর মজলুম বিএনপি, অঙ্গ ও সংগঠনের ব্যানারে উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নে মশাল মিছিল করেন লিয়াকত সমর্থকরা।