জামায়াতে ইসলামী

কিশোরগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ জেলা আমীর অধ্যাপক মু রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. সামিউল হক ফারুকী। উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, সাবেক জেলা আমীর অধ্যক্ষ মাওলানা তৈবুজ্জামান, জেলা সেক্রেটারি নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম, মাওলানা আজহারুল ইসলাম, অধ্যাপক কাজী সাইফুল্লাহ প্রমুখ। সমাবেশে জেলা ও উপজেলার দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তাড়াশ (সিরাজগঞ্জ) : বাংলাদেশ জামায়াতে ইসলামী, রায়গঞ্জ পৌর শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর শায়খ ড. মাওলানা আব্দুস সামাদ।

বিএনপি

নারায়ণগঞ্জ সংবাদদাতা : বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আন্দোলন হচ্ছে গণতন্ত্রের লক্ষে। স্বৈরতন্ত্রের পতন মানে দেশে গণতন্ত্র ফিরে আসবে। গণতন্ত্রে উত্তরণ মানে দেশে নির্বাচনের বিকল্প নেই। কেউ কেউ বলছে, এক দলকে বাদ দিয়ে আরেক দলকে ক্ষমতায় আনার জন্য আমরা আন্দোলন করিনি। আমার মনে হয়, কেউ কেউ কোন কোন মহল, দল, শক্তি হাসিনার ষড়যন্ত্রে পা দিয়েছে। কারণ হাসিনা নির্বাচন চায় না। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের একটি কনভেনশন সেন্টারে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন জেলা কমিটির উদ্যোগে জুলাই আগস্ট গণঅভ্যূত্থানের প্রথম বর্ষপূতি ও শহীদদের স্মরণে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনসিপি

কুড়িগ্রাম : জুলাই অভ্যুথ্যানের অগ্রনায়ক বীরদের কুড়িগ্রামে শুভাগমন উপলক্ষে প্রস্তুতিমূলক প্রেস ব্রিফিং এর আয়োজন করেন কুড়িগ্রাম ফায়ার সার্ভিস মার্কেটের দ্বিতীয় তলায় জাতীয় নাগরিক পার্টির কুড়িগ্রাম জেলা অফিসে। ব্রিফিং এ লিখিত বক্তব্য পাঠ করেন জেলা কমিটির প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সমন্বয়কারী মাহামুদুল হাসান জুয়েল, মাসুম মিয়া, সদস্য আসাদুজ্জামান, তাজুল ইসলাম, লিটু সরকার, শামীম রানা, রাজু আহমেদ রাজ্জাক, ইয়াকুব আলী আইয়ুব প্রমুখ।