জাতীয় নাগরিক পার্টি থেকে (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদকে স্থায়ীভাবে অব্যাহতি দিয়েছে। অব্যাহতি পাওয়া এনসিপি এ নেতা এক ভিডিওতে বলেন, আমাকে তারা বলে, আপনি তো দলের প্রতি লয়াল না, কেন লয়াল না। আপনি জামাত-শিবিরকে আন্দোলনের ক্রেডিট দিয়ে দিছেন। কেন দিব না ভাই? সেই সময় ছাত্র শিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম ভাই, সাদ্দাম ভাই, সিফরাতুল্লা ভাই তাদের সঙ্গে বসে আমরা আন্দোলন সংগ্রামের পরিকল্পনা করেছি।

মুনতাসির আরো বলেন, এই ফার্মগেটে বসেছিলাম, জুলাই নয় জুন মাসেই যখন কোটা আন্দোলন শুরু হয়েছে তখন ছাত্রশিবিরের সঙ্গে আমরা বসেছি। কারণ আমাদের তরুণ প্রজন্মের আশাই ছিল কিভাবে এই ফ্যাসিস্ট খুনি হাসিনাকে নামানো যায়। ছাত্র শিবির আমাদের সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে।

ছাত্র শিবিরের কাছ থেকে কোনো টাকা নেন নাই জানিয়ে মুনতাসির বলেন, আমি মুনতাসির শিবির থেকে এক টাকাও নেই নাই, এক টাকাও নেই নাই।

টাকা নিছে কারা? ওই আসিফ, নাহিদ, মাহফুজরা। নিয়ে তারা আবার শিবিরের পেছনে লাগছে। কিন্তু আমরা তাদের সাথে বসেছি, আন্দোলনের প্ল্যান পরিকল্পনা করেছি। আমাদের সংগঠন ছাত্র অধিকার পরিষদ থেকে চেষ্টা করেছি।