জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারির মধ্যে অবাধ, সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচনের দাবিত গতকাল ১৪ই অক্টোবর মঙ্গলবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে রংপুর নগরীর মর্ডান মোড় থেকে শুরু হয়ে লালবাগ হাট, শাপলাচত্বর, কাচারী বাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, ডিসির মোড়, ধাপ, মেডিকেল মোড় এবং সিও বাজার এলাকা পর্যন্ত র্দীঘ প্রায় ১১ কিলোমিটার এলাকাজুড়ে পৃথক পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন এবং পিআর পদ্ধতির ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে আয়োজিত সমাবেশে বক্তাগণ বলেন, নির্বাচনের আগেই বিগত ফ্যাসিস্ট সরকারের জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচার অবশ্যই করতে হবে। এ সময় ঐসব এলাকায় পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, রংপুর-৪ কাউনিয়া-পীরগাছা নির্বাচনী এলাকার জামায়াত মনোনিত এমপি র্প্রাথী ও রংপুর মহানগরী শাখার আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কাচারী বাজার এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসব সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য ও রংপুর-৩ সদর নির্বাচনী আসনের জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামর রংপুর জেলা আমীর ও রংপুর-৫ মিঠাপুকুর নির্বাচনী এলাকার জামায়াত মনোনিত এমপি র্প্রাথী অধ্যাপক গোলাম রব্বানী, কুড়িগ্রাম-১ নাগেশ্বরী-ভুরুঙ্গামারী নির্বাচনী এলাকার জামায়াত মনোনিত এমপি র্প্রাথী ও অঞ্চল টিম সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম, রংপুর-৬ পীরগঞ্জ নির্বাচনী এলাকার জামায়াত মনোনিত এমপি র্প্রাথী ও জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা নুরুল আমীন, জেলা সেক্রেটারী মাওলানা এনামুল হক, জামায়াতের রংপুর মহানগর সেক্রেটারী আনোয়ারুল হক কাজল, জামায়াতে ইসলামর রংপুর মহানগর সহকারী সেক্রেটারী ও রংপুর-১ গঙ্গাচড়া-সদর আংশিক নির্বাচনী এলাকার জামায়াত মনোনিত এমপি র্প্রাথী রায়হান সিরাজী ও আল আমীন হাসান, শ্রমিক কল্যান ফেডারেশনের রংপুর মহানগর সভাপতি এডভোকেট কাওছার আলী, কোতয়ালী থানা আমীর মাওলানা গোলাম কিবরিয়া, পেশাজীবী সাংগঠনিক থানা-২ এর আমীর অধ্যাপক গোলাম মোস্তফা, পরশুরাম থানা আমীর এডভোকেট মাহবুব আলম, মাহিগঞ্জ থানা আমীর মোহাম্মদ মোহসিন অলী, হাজীরহাট থানা আমীর বেলাল হোসেন, তাজহাট থানা আমীর এডভোকেট রবিউল ইসলাম, সদর উপজেলা আমীর মাওলানা মাজাহারুল ইসলাম, মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা শাহজাহান সিরাজ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।