পতিত আওয়ামী ফ্যাসীবাদী আমলের মতো আমি, তুমি আর ডামির মতো নির্বাচন দেশের জনগণ হতে দেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও কুতুবদিয়া-মহেশখালী আসনের সাবেক এম.পি ড. এ. এইচ.এম. হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, বিগত ষোলো বছর আওয়ামী লীগের হাতে দেশের মানুষ পিষ্ট হয়েছে। মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি, ব্যালট আর ভোট বাক্স ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে। নিশি রাতের ভোট করে জনগণের ভোটাধিকার হরণের মতো আর কোনো নির্বাচন এ দেশের জনগণ মেনে নেবে না। প্রয়োজন হলে জুলাই-আগস্টের অভ্যুত্থানের মতো মানুষ আবার রক্ত ঢেলে দিয়ে তাদের ভোটাধিকার রক্ষা করবে।

আজ কুতুবদিয়া উপজেলা জামায়াত আয়োজিত তৃণমূল প্রতিনিধিদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলার ধূরুং এলাকার দারুস সালাম আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার হলরুমে বিকেল ৩টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আরো বক্তব্য রাখেন আসন পরিচালক জেলা জামায়াত নেতা মাওলানা জাকের হোসাইন, উপজেলা জামায়াতের আমীর সাবেক চেয়ারম্যান আ.স.ম. শাহরিয়ার চৌধুরী, সেক্রেটারী মাওলানা নুরুল আমিন, প্রশিক্ষণ বিভাগের সেক্রেটারী মাওলানা আব্দুস সাত্তার, জামায়াত নেতা প্রিন্সিপাল আবু মুছা প্রমুখ।

ড. হামিদ আযাদ বলেন, জামায়াতে ইসলামী দেশের জনগণের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে দেশ পরিচালনার দায়িত্ব নিতে চায়। মানুষ আজ সম্মান আর মর্যাদাবোধ নিয়ে বাঁচতে চায় কিন্তু তা পারছে না। ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলের মতো এখনো কেউ কেউ মনে করে সাধারণ মানুষ তাদের কাছে জিম্মি। মানুষ আজ স্বাধীনভাবে বাঁচতে শিখেছে, জুলাই-আগস্টের বিপ্লবে ছাত্র-জনতা জীবন দিয়ে ফ্যাসিবাদ রুখে দিয়েছে। আর কোনো নব্য ফ্যাসিবাদী দল ক্ষমতায় আসুক সেটা জনগণ চায় না। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশের সকল মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে মর্যাদার সাথে জীবনযাপন করবে আমরা সে ওয়াদা জাতির কাছে দিচ্ছি।

তিনি আরো বলেন, আসন্ন জাতীয় নির্বাচন বিগত যেকোনো নির্বাচনের চেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে সরকার এবং নির্বাচন কমিশনকে কারো রক্তচক্ষুকে পরোয়া করা চলবে না। নির্বাচন অনুষ্ঠানের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে না পারলে আবারো দেশের গণতন্ত্র হুমকির মুখে পড়বে বলেও আশংকার কথা জানান তিনি। জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নের মাধ্যমে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।