বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা -১৩ (মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মোঃ মোবারক হোসাইন শেরেবাংলা নগর উত্তর জামায়াতের উদ্যোগে আয়োজিত পথসভায় ন্যায়, ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনে সবার সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এদেশের জনগণ পি আর পদ্ধতির আলোকে ইলেকশন চাই। সুতরাং জনগণের মতকে উপেক্ষা করে কোন সিদ্ধান্ত এদেশের জনগণ মেনে নিবেনা।

শেরেবাংলা নগর থানা আমীর জননেতা জনাব আব্দুল আউয়াল আজম এর সভাপতিত্বে উক্ত পথসভায় উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের নির্বাচনী কমিটির পরিচালক ডা. সফিউর রহমান, এছাড়া আরো উপস্থিত ছিলেন শেরেবাংলা নগর উত্তরের থানা নায়েবে আমীর শাহ আজিজুর রহমান তরুণ, থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, থানা অফিস সম্পাদক এডভোকেট তৌহিদুর রহমান, থানা এইচ.আর.ডি সম্পাদক হুমায়ুন কবির, থানা ওলামা বিভাগের সভাপতি এস এম সাইফুল ইসলাম, থানা সমাজকল্যাণ সম্পাদক ইফতেখার সুজন খান, থানা কর্মপরিষদ সদস্য ও ২৮উত্তর ওয়ার্ডের সভাপতি হাফেজ মুহাম্মদ শাহজাহান, থানা যুব বিভাগের সভাপতি মাহমুদুল হাসান সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

উক্ত পথসভার আগে তিনি আগারগাঁও কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করেন এবং উপস্থিত মুসাল্লিদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। এছাড়াও পথসভা শেষে শেরেবাংলা নগর থানার বিভিন্ন এলাকায় জননেতা মোবারক হোসাইন ভাই নেতৃত্বে অনুষ্ঠিত একটি মিছিল পশ্চিম আগারগাঁও এর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বিএনপি বাজারে এসে শেষ হয় ।