গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ও অভিযুক্তদের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা।
শনিবার দুপুরে মহাসড়কের কোটবাড়ি অংশে টায়ারে আগুন জ্বালিয়ে উভয়পাশ অবরোধ করে বিক্ষোভ করেন দলের কুমিল্লা জেলার নেতাকর্মীরা। এতে মহাসড়কের উভয় পাশে তৈরি হয় দীর্ঘ যানজট। দু’পাশে আটকা পড়ে মালবাহী ও যাত্রীবাহী বিভিন্ন যানবাহন। তৈরি হয় ভোগান্তি। পরে প্রশাসনের অনুরোধে প্রায় আধা ঘণ্টা পর মহাসড়ক ছাড়েন গণঅধিকারের নেতাকর্মীরা। বর্তমানে স্বাভাবিক রয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল।
নেতৃবৃন্দ বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। ২৪ ঘন্টার মধ্যে হামলায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা না হলে এবং আইনশৃঙ্খলা বাহিনীর অতি উৎসাহী সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় না আনলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বড় ধরনের অবরোধ করার হুঁশিয়ারি তাদের।
অবরোধে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা গণ অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ ফয়েজুল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিনসহ ছাত্র, যুব, শ্রমিক ও গণ অধিকার পরিষদের সিনিয়র নেতৃবৃন্দ।
দাউদকান্দি (কুমিল্লা)
ভিপি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় দাউদকান্দিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ।
উপজেলা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি জিসান মিয়াজী। বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির শ্রমবিষয়ক সম্পাদক ফয়সাল সরকার, কুমিল্লা উত্তর জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রেদোয়ান শাকিল, উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করে বলেন, “ভিপি নুর দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তার ওপর হামলা গণতন্ত্রকে দমন ও জনগণের কণ্ঠরোধের স্পষ্ট উদাহরণ।”
তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং বিক্ষোভে গণঅধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
বাজিতপুর (কিশোরগঞ্জ)
গণ অধিকার পরিষদ এর সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর এর উপর পুলিশ ও সেনাবাহিনীর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ বাজিতপুর উপজেলা শাখা। আজ শনিবার বিকাল পাঁচ ঘটিকায় বাজিতপুরের বাঁশ মহল থেকে মিছিল টি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনের প্রথম সাড়ির নেতা নুরুল হক নুর এর উপর যারা হামলা করেছে তারা আওয়ামীলীগের দালাল।এই জাতীয় পার্টির রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। হামলাকারীদের অতিদ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। দেশবিরোধি সকল ষড়যন্ত্রের বিষয়ে ফ্যাসিবাদ বিরুধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।