ঢাকা-১৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোঃ মোবারক হোসাইন বলেছেন, জনগণের রক্ত-ঘামে অর্জিত স্বাধীন দেশে জনগণের মতামতই হবে রাষ্ট্র পরিচালনার ভিত্তি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নই পারে জাতিকে সংকটমুক্ত করতে। আমরা চাই নভেম্বরের মধ্যেই গণভোট অনুষ্ঠিত হোক। তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই নভেম্বরে গণভোট দিতে হবে এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। জুলাইকে বাদ দিয়ে এই দেশে কোনো রাজনীতি চলবে না।

WhatsApp Image 2025-10-31 at 20.17.22_990dfc52

শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়। আগারগাঁও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চত্বর থেকে শুরু হয়ে শ্যামলী, রিং রোড, ঢাকা উদ্যান বেড়িবাঁধ, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, ধানমন্ডি ২৭ ও আসাদগেট প্রদক্ষিণ করে টাউনহলে এসে শোভাযাত্রাটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

WhatsApp Image 2025-10-31 at 20.17.22_af90469c

শোভাযাত্রায় কয়েক হাজার মোটরসাইকেল, প্রাইভেট কার ও পিকআপ ভ্যান অংশ নেয়। রাস্তার মোড়ে মোড়ে উৎসুক জনতা ভিড় করেন এবং তারা হাত নেড়ে ও স্লোগান দিয়ে শোভাযাত্রাকে উষ্ণ অভ্যর্থনা জানান। ঢাকা-১৩ আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ডের কর্মী সমর্থক ও তরুণদের উপস্থিতিতে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসাইন বলেন, চব্বিশ সালের আন্দোলনে দেড় হাজার শহীদ ও ৪০ হাজার আহতের রক্তে নতুন পরিবর্তনের সূচনা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরিবর্তনের বার্তা দিয়েছে; আগামীতেও সেই বার্তা জনগণ দেবে। তিনি আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জামায়াতের প্রার্থীদের সর্বোচ্চ ভোটে নির্বাচিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা-১৩ আসনের নির্বাচন পরিচালক মোঃ শফিউর রহমান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ আব্দুল আওয়াল আজম। এছাড়া উপস্থিত ছিলেন জোন টিম সদস্য আজহার মুন্সি, আদাবর থানা আমীর আল আমীন সবুজ, মোহাম্মদপুর উত্তর থানা আমীর এস. এম. আব্দুল হান্নান, পূর্ব থানা আমীর মশিউর রহমান, পশ্চিম থানা আমীর মাসুদুজ্জামান, দক্ষিণ থানা আমীর শাখাওয়াত হোসেন, মধ্য থানা আমীর মশিউর রহমান, এবং বিভিন্ন থানা সেক্রেটারি ও কাউন্সিলর প্রার্থীবৃন্দ।

সমাবেশে উপস্থিত জনতা মোবারক হোসাইনের বক্তব্যে সমর্থন জানিয়ে “গণভোটের পক্ষে হ্যাঁ ভোট চাই বলে স্লোগান দেন।

সমাবেশে আসা অনেক তরুণ কর্মী জানান, জুলাই সনদ হচ্ছে জনগণের মুক্তির দলিল—এটি বাস্তবায়িত হলে দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

শোভাযাত্রা শেষে মোবারক হোসাইন সংক্ষিপ্ত ভাষণে বলেন, দেশের মানুষ পরিবর্তনের অপেক্ষায় আছে। আমরা গণভোটের মাধ্যমে সেই পরিবর্তনের সূচনা করতে চাই। জনগণের রায়ই হবে দেশের ভাগ্য নির্ধারণের একমাত্র ভিত্তি।