সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা: মুন্সীগঞ্জ ১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা এ.কে.এম. ফখরুদ্দীন রাজী বলেছেন, তিনি ক্ষমতা অর্জনের জন্য নয়, বরং জনগণের সেবা করার লক্ষ্যেই রাজনীতিতে এসেছেন। তিনি বলেন, “আমি শাসক নই, আপনাদের সেবক হয়ে মানুষের খেদমত করতে চাই।” বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সিরাজদিখানের নীমতলায় স্থানীয় ও জাতীয় বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ বক্তব্য দেন।

সভায় মাওলানা ফখরুদ্দীন রাজী তার রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে বলেন, ছাত্রজীবন থেকেই তিনি ছাত্রশিবির এবং পরবর্তীতে জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি সিরাজদিখান ও শ্রীনগর এই দুই উপজেলাকে নিজের দুটি চোখের মতোই গুরুত্ব দেন। রাজীর ভাষায়, “দাঁড়িপাল্লার দুই পাত্রের মতো আমি দুই উপজেলাকে সমান ভালোবাসি। জনগণ যদি আমাকে সুযোগ দেন, তাহলে সিনিয়র সিটিজেন ও তরুণদের মতামত নিয়ে একটি আধুনিক, উন্নত ও মডেল এলাকা গড়ে তুলবো।”

উন্নয়ন পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, নির্বাচিত হলে এলাকায় মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, যাতে তরুণরা সুরক্ষিত থাকে। যুবসমাজের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করা হবে, যাতে বিদেশমুখী কর্মীরা ভাষাগত দক্ষতা ও কাজের প্রয়োজনীয় ধারণা পেতে পারে। তিনি ধর্মীয় সম্প্রীতি রক্ষায় হিন্দু-মুসলমান-খ্রিষ্টানসহ সকল সম্প্রদায়ের সহাবস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।