মাগুরা সংবাদদাতা : মাগুরার মহম্মদপুর উপজেলার উরুরা গ্রামের কৃষক স্থানীয় বিএনপি'র সমর্থক আতর লস্কর হত্যাকাণ্ডের তিন বছর হতে চললেও এখনো মেলেনি মামলার বিচারের প্রাথমিক ধাপ। মামলার চার্জশিট প্রদানে কালক্ষেপণ করার প্রতিবাদে বাধ্য হয়ে রাস্তায় নেমেছে পরিবার ও স্থানীয় জনগণ। বুধবার বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলার কানুটিয়া বাজারে কৃষক আতর লস্কর হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা। তারা জানান, ২০২২ সালের ৪ঠা সেপ্টেম্বর বিকালে নিজ বাড়ি থেকে কানুটিয়া বাজারে বাজার করতে গেলে বৃদ্ধ আতর আলী লস্করকে কুপিয়ে মারাত্মক জখম করে ওই গ্রামের আওয়ামী লীগ সমর্থিত রাশেদ মোল্লা, মনির মোল্লা, কামরুল মোল্লাসহ বেশ কিছু দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় আতর লস্করকে মাগুরা সদর হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হলে পথেই তিনি মারা যান। এ ঘটনায় মহম্মদপুর থানায় একটি মামলা দায়ের হলেও প্রতিপক্ষরা আওয়ামী লীগের সমর্থনে মামলা ধামাচাপা দেয়ার চেষ্টা করে। নিহতের ছেলে মো: উজ্জল হোসেন জানান-তার পিতাকে হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অথচ তিনিসহ তার পরিবার ঘটনার তিন বছর পরও ন্যায় বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন। নিহতের স্ত্রী কোহিনুর বেগম বলেন, স্বামী হত্যার বিচারের দাবিতে তিনি বাদী হয়ে একটি মামলা করেন। কিন্তু ওই মামলা বিচারের জন্য প্রাথমিক ধাপ হিসেবে তদন্ত করে চার্জশিট আজও পর্যন্ত দেয়া হয়নি। তিনি দ্রুত চার্জশিট প্রধানের মাধ্যমে মামলার আইনগত বিচারের দাবি জানান। এ প্রসঙ্গে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান জানান - মামলাটি সিআইডিতে তদন্তাধীন আছে। এটি যেন দ্রুত তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হয় সে বিষয়ে আমরা উপযুক্ত কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছি।
রাজনীতি
মাগুরায় বিএনপি কর্মী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন
মাগুরার মহম্মদপুর উপজেলার উরুরা গ্রামের কৃষক স্থানীয় বিএনপি'র সমর্থক আতর লস্কর হত্যাকাণ্ডের তিন বছর হতে চললেও এখনো মেলেনি মামলার বিচারের প্রাথমিক ধাপ। মামলার চার্জশিট প্রদানে